প্রতিবেদন : বাম-অতিবামেরা চক্রান্ত করে অক্সফোর্ডের কেলগ কলেজে মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় গোলমাল পাকানোর চেষ্টা করেছিল। মুখ্যমন্ত্রী হাসিমুখে প্রতিটি প্রশ্নের উপযুক্ত জবাব দিয়ে তাদের সেই ছক বানচাল করে দিয়েছেন। কড়া ভাষায় জানিয়ে দিয়েছেন এটা রাজনীতির মঞ্চ নয়, নাটক করার চেষ্টা করবেন না। এরপরই তৃণমূলের আইটি সেলের চেয়ারম্যান দেবাংশু ভট্টাচার্য (Debangshu Bhattacharya) ফেসবুক বার্তায় এক হাত নিলেন সিপিএমকে। সাফ জানালেন, সিপিএমের কফিনে শেষ পেরেকটা আজ পড়ল। বাকিটা বাংলা বিচার করবে।
আরও পড়ুন-বহিরাগতদের ধুয়ে দিলেন কুণাল
দেবাংশুর (Debangshu Bhattacharya) কথায়, সিপিএম কোনও রাজনৈতিক সংগঠন নয়। এটি একটি ভারত বিরোধী, বঙ্গ বিরোধী, মানবতাবিরোধী, অসভ্য, বর্বর, মানবরূপী জানোয়ারদের সংগঠন। এরপরই তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তাঁর অসীম ধৈর্যের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন। বলেন, আপনার জায়গায় আমি থাকলে পারতাম না। আপনি হাসিমুখে যে জুতোগুলো ওদের মুখে মেরেছেন, সেই প্রত্যেকটা জুতোর বাড়ি আসলে ওদের বাংলার নেতাগুলোর মুখে পড়েছে। বাংলা সবরকমভাবে এর হিসেব নেবে। ভোটের আগে, ভোটের সময় এবং ভোটের পরে।
লন্ডনে থাকা নিজেদের অসভ্য লোকগুলোকে দিয়ে এসব করিয়ে কি সিপিএম শূন্য থেকে এক হবে? মুখ্যমন্ত্রী শুধু হেসে হেসেই যা পাল্টা দিলেন তাতে বাংলা, ভারতের পাশাপশি বিশ্ব মঞ্চেও ধিকৃত হল সিপিএম। সিপিএমের কফিনে শেষ পেরেকটা আজ পড়ে গেল।