প্রতিবেদন : তুঘলকি সিদ্ধান্তে প্রায় ৯০০টি অত্যাবশ্যকীয় জীবনদায়ী ওষুধের দামি বাড়িয়েছে কেন্দ্র। মঙ্গলবার, পয়লা এপ্রিল থেকেই শুগার, প্রেশার, জ্বর, সর্দিকাশি থেকে শুরু করে হৃদরোগ, এইডস, ক্যান্সারের মতো রোগের ওষুধও ১.৭৪ শতাংশ বর্ধিত হারে বিক্রি হচ্ছে গোটা দেশে। আর সাধারণ মানুষের কথা বিন্দুমাত্র চিন্তা না করে কেন্দ্রের এই স্বৈরাচারী সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ করল তৃণমূল কংগ্রেস।
আরও পড়ুন-প্রাচীন মনসাপুজো করতে হয় ভক্তদেরই
এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ কড়া ভাষায় বলেন, যেভাবে কেন্দ্রীয় সরকার জীবনদায়ী ওষুধের দাম দিনের পর দিন বাড়িয়ে চলেছে, নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস তার তীব্র প্রতিবাদ করছে। দৈনন্দিন অত্যাবশ্যকীয় ওষুধের দাম এভাবে বাড়ানোয় মানুষের বেঁচে থাকার অধিকার, চিকিৎসার অধিকার, স্বাস্থ্যের অধিকার খর্ব করা হচ্ছে। জীবনবিমায় জিএসটি, স্বাস্থ্যবিমায় জিমূল্যবৃদ্ধিও দৈনন্দিন ব্যবহারের ওষুধের যেভাবে দাম বাড়ানো হচ্ছে, তাতে নিম্ন ও মধ্যবিত্ত সংসারে ব্যাপক টানাটানি পড়বে। অবিলম্বে কেন্দ্রীয় সরকার ওষুধের এই বর্ধিত দাম প্রত্যাহার করুক। অবিলম্বে জীবনবিমা ও স্বাস্থ্যবিমায় জিএসটি প্রত্যাহার করা হোক।