তাকদা : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নির্দেশে কপ্টার দুর্ঘটনায় নিহত সেনাকর্মী সতপাল রাইয়ের বাড়িতে (house) যান শিলিগুড়ির পুরপ্রশাসক গৌতম দেব। বৃহস্পতিবার দুপুরে শহিদের স্ত্রী, ভাইয়ের সঙ্গে কথা বলেন। সবরকম সহযোগিতার আশ্বাস দেন।
আরও পড়ুন-একমাত্র জীবিত বরুণ
তিনি বলেন, ‘‘দুর্ভাগ্যজনক মৃত্যু। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দার্জিলিংয়ের ডিএম, তাকদার বিডিওর মাধ্যমে শোকবার্তা পাঠিয়েছেন। আমরা পরিবারের পাশে আছি।” দার্জিলিং জেলা প্রশাসনের পক্ষ থেকেও মৃত সেনাকর্মীর পরিবারকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। এই বিষয়ে দার্জিলিংয়ের জেলাশাসক এস পূর্ণাবালাম বলেন, ‘‘আমরা শহিদের পরিবারের পাশে আছি।’’