প্রতিবেদন : উৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রশাসনের তরফে একগুচ্ছ উদ্যোগ নেওয়া হল। ইদের পর এবার রামনবমী। গার্ডেনরিচ-সহ কলকাতার একাধিক এলাকা থেকে বের হবে মিছিল। মিছিল হবে জেলায় জেলায়। শহর থেকে গ্রাম— মানুষের নিরাপত্তায় এবং যেকোনওরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসনের তরফে নেওয়া হয়েছে একগুচ্ছ ব্যবস্থা। নিরাপত্তাব্যবস্থা খতিয়ে দেখতে প্রতিদিন এলাকা ধরে ধরে পরিদর্শনে যাচ্ছেন পুলিশ (Police) কমিশনার মনোজ ভার্মা। বুধবার পুলিশ আধিকারিকদের সঙ্গে নিয়ে চিৎপুর এলাকা পরিদর্শনে যান তিনি। বলেন, উৎসব ভালভাবেই সম্পন্ন হবে। উৎসব শান্তিপূর্ণ করতে প্রশাসনের তরফে সবরকম ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশপাশি ডিজে বক্স বাজানো বা শব্দ নিয়ন্ত্রণের ক্ষেত্রে কলকাতা হাইকোর্টের সমস্ত নিষেধাজ্ঞা মানার নির্দেশ দেওয়া হয়েছে সকলকে।
সব থেকে গুরুত্বপূর্ণ হল ২ এপ্রিল বুধবার থেকে ৯ এপ্রিল পর্যন্ত পুলিশকর্মীদের (Police) ছুটি বাতিল করা হয়েছে। একান্ত খুব জরুরি প্রয়োজন ছাড়া কেউ ছুটি নিতে পারবেন না। প্রসঙ্গত, প্রতি বছরই রামনবমীর দিন শহর কলকাতা তো বটেই রাজ্যের নানা প্রান্তেই একাধিক সংগঠনের তরফে শোভাযাত্রা বের করা হয়। এবারও তা হচ্ছে। সেই কারণেই পুলিশের তরফে সতর্কতামূলক সমস্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। ওই দিন বড় অংশের মানুষ রাস্তায় থাকবেন। তাই কোনও ঝুঁকি নিতে চাইছে না পুলিশ। নজরদারি বাড়ানো হচ্ছে রাজ্য জুড়ে। শুধু তাই নয়, নজরদারি চলছে সোশ্যাল মিডিয়াতেও। মঙ্গলবার কলকাতা পুলিশের কমিশনার মনোজ ভার্মা বলেন, ওই দিন অতিরিক্ত পুলিশ ফোর্স থাকবে। কেউ প্ররোচনায় পা দেবেন না। অস্ত্র নিয়ে বেরলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।