নাবালিকা ছাত্রীকে বাড়িতে ডেকে ধর্ষণ, গ্রেফতার ব্যাডমিন্টন প্রশিক্ষক

মেয়েকে প্রশ্ন করতে সব কথা স্বীকার করে ওই কিশোরী। এরপরেই থানায় অভিযোগ দায়ের করা হয়েছে মেয়েটির পরিবারের তরফে।

Must read

নাবালক-নাবালিকাদের (Minor) বিরুদ্ধে অপরাধ ভারতে একটি রোগের আকার নিয়েছে। এবার বেঙ্গালুরুতে ১৬ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার হলেন তার ব্যাডমিন্টন প্রশিক্ষক। ধৃত যুবকের বয়স ৩০। তিনি স্থানীয় এক ক্রীড়া প্রশিক্ষণ কেন্দ্রে কর্মরত। কিছুদিন আগেই কিশোরীর ফোন থেকে পাঠানো একটি অশ্লীল ছবি দেখে ঠাকুরমা বিষয়টি তার বাবা-মাকে জানান। মেয়েকে প্রশ্ন করতে সব কথা স্বীকার করে ওই কিশোরী। এরপরেই থানায় অভিযোগ দায়ের করা হয়েছে মেয়েটির পরিবারের তরফে।

আরও পড়ুন-প্রশিক্ষণের সময় প্যারাশুট না খোলায় নীচে পড়ে মৃত্যু বায়ুসেনা আধিকারিকের

অভিযুক্ত এই যুবক বেঙ্গালুরুতে একা থাকতেন। জানা গিয়েছে বিশেষ প্রশিক্ষণের নাম করে বেশ কয়েক বার ছাত্রীটিকে বাড়িতে নিয়ে গিয়ে যৌন হেনস্থা করেন। নির্যাতিতাকে কাউকে কিছু না বলার হুঁশিয়ারি দেওয়া হয়। তাই ভয়ে কাউকে কিছু জানায়নি ওই কিশোরী। দশম শ্রেণির পরীক্ষা শেষ হতেই ছুটি কাটাতে ঠাকুরমার বাড়ি যায় কিশোরী। নাবালিকা এই বিষয়ে জানিয়েছে, অতিরিক্ত প্রশিক্ষণের নাম করে তার সঙ্গে শারীরিক সম্পর্ক করেছেন তিনি। একাধিক বার তাকে বাড়িতে নিয়ে গিয়ে যৌন নির্যাতন করেন। কিশোরীর পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুন-ভোপালে অতুলকাণ্ডের ছায়া, স্ত্রী, শ্বশুরকে দায়ী করে আত্মঘাতী যুবক

পুলিশের তরফে খবর, প্রাথমিক জিজ্ঞাসাবাদে দোষ স্বীকার করে নিয়েছেন অভিযুক্ত। ধৃতের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। (পকসো) আইনেও মামলা রুজু করবে পুলিশ। ক্রীড়া প্রশিক্ষণ কেন্দ্রের কর্তৃপক্ষের তরফে কোনও বিবৃতি পাওয়া যায়নি। স্বাভাবিকভাবেই এমন এক নিন্দনীয় ঘটনার পরে সন্তানের নিরাপত্তার প্রসঙ্গ তুলে সরব হয়েছেন অন্যান্য ছাত্রীর বাবা-মায়েরাও। কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ এনেছেন তাঁরা।

Latest article