প্রতিবেদন: দিল্লি বিধানসভার ভোটে গেরুয়া শিবিরের প্রচারের বিপুল খরচ কি তোলা হবে রাজধানীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা বেসরকারি স্কুলের পড়ুয়াদের অভিভাবকদের পকেট থেকেই? অরবিন্দ কেজরিওয়ালের দল আম আদমি পার্টির তোলা এই প্রশ্নের উত্তরে বিজেপি নেতারা চুপ থাকলেও এমন সম্ভাবনাই প্রবল হয়েছে যেখানে দিল্লির বেসরকারি স্কুল গুলির টিউশন ফি এক লাফে বাড়ানো হয়েছে বহুগুণ৷ এর পরেই ক্ষোভে ফেটে পড়েছে আম আদমি পার্টি৷ আপ সরকারের নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে কোন যুক্তিতে এই অনৈতিক কাজ করার জন্য ছাড়পত্র দেওয়া হচ্ছে দিল্লির বেসরকারি স্কুল গুলিকে?
আরও পড়ুন-বাংলাকে বঞ্চিত করে বিহারকে আবার ৫৮৯ কোটি কেন্দ্রের
প্রশ্ন তুলেছেন দিল্লির প্রাক্তন শিক্ষা মন্ত্রী, বর্ষীয়ান আপ নেতা মনীশ সিসোদিয়া৷ তাঁর দাবি, আমাদের দল ক্ষমতায় থাকার সময়েই অরবিন্দ কেজরিওয়ালের নেতৃত্বাধীন দিল্লি সরকারের তরফে সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছিল যে সরকারি অনুমোদন ছাড়া কোনওভাবেই দিল্লির বেসরকারি স্কুলগুলি নিজেদের ইচ্ছে মত স্কুল ফি বাড়াতে পারবে না৷ ২০১৫ সাল থেকেই এই নিয়ম কার্যকর ছিল দিল্লির সব জায়গায়৷ এখন দিল্লিতে বিজেপি সরকার আসার কয়েক মাসের মধ্যেই সব ওলট পালট করা হচ্ছে৷ রাতারাতি বাতিল করা হয়েছে আমাদের বিজ্ঞপ্তি৷ সরকারের সবুজ সঙ্কেত পেয়েই এবার দিল্লির বেসরকারি স্কুলগুলি নিজেদের ইচ্ছেমত ফি বাড়ানো শুরু করেছে৷ এর জেরে ক্ষতিগ্রস্ত হবেন দিল্লির সাধারণ মানুষ। ছেলেমেয়েদের পড়াতে তাঁদের পকেটে টান পড়বে৷ সিসোদিয়ার অভিযোগ, গোটা ঘটনার পিছনে আছেন বিজেপির প্রভাবশালী নেতা-নেত্রীরা৷ এই ঘটনায় সিবিআই তদন্তেরও দাবি তুলেছেন তিনি৷