সংবাদদাতা,মালদহ: ৩৫ বছরের বাম জামানায় বারবার দরবার করেও তৈরি হয়নি দমকল কেন্দ্র। কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গাজোলে সভা থেকে দমকল কেন্দ্র তৈরির কথা ঘোষণা করেছিলেন। কথা রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ৪৭ শতক জমির উপর তৈরি হতে চলেছে গাজল দমকল কেন্দ্র। গাজলের শালবনা এলাকায় ৪৭ শতক জমির উপর তৈরি হবে এই দমকল কেন্দ্র। চূড়ান্ত অনুমোদন মিলেছে বলে জানা গেছে। ইতিমধ্যেই জায়গার মাপজোক করে ঘিরে ফেলা হয়েছে। মাটি পরীক্ষা করে দ্রুত সেখানে নির্মাণকার্য শুরু হবে বলে মালদহ জেলা প্রশাসন সূত্রে জানা গেছে।
আরও পড়ুন-ট্রাম্পের ‘স্বৈরাচারের’ প্রতিবাদে গর্জে উঠল আমেরিকার রাজপথ
ইতিমধ্যেই মালদহ জেলায় দুটি দমকল কেন্দ্র রয়েছে। একটি ইংরেজবাজার শহরে অপরটি চাঁচলে। বর্তমানে গাজোল এলাকায় শিল্প তালুক রয়েছে। এলাকায় যদি কোনও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে তাহলে চটজলদি গাজোল থেকে দমকল বাহিনী এসে তার নিয়ন্ত্রণ করা সম্ভব। তাই গুরুত্বের কথা ভেবে প্রশাসন গাজোলে দমকল কেন্দ্র তৈরির সবুজ সংকেত দিয়েছে। গাজোলে যে দমকল কেন্দ্র তৈরি হবে তার চূড়ান্ত অনুমোদন মিলেছে। গাজল দমকল কেন্দ্রের কাজ করবে এইচআরবিসি। তারাই এর বরাত পেয়েছে। মালদহের গাজোল শালবনা এলাকায় ৪৭ শতক জমি ইতিমধ্যেই দমকল বিভাগকে দেওয়ার কাজ সম্পন্ন হয়েছে। জমি কিছুটা নিচু থাকায় সেখানে নতুন করে মাটি ভরাট করে উঁচু করার কাজ শুরু হয়েছে। এবিষয়ে মালদহ ডিভিশনের দমকল আধিকারিক শিবানন্দ সেন জানান, গাজল দমকল কেন্দ্রের অনুমোদন চূড়ান্ত হয়ে গিয়েছে। কাজ করবে এইচআরবিসি। শীঘ্রই শুরু হবে নির্মাণকাজ।