দলীয় পতাকা তুলে দিলেন সাংসদ পার্থ ভৌমিক, পঞ্চায়েত সদস্য-সহ ১ হাজারেরও বেশি কর্মী যোগ দিলেন তৃণমূলে

গত লোকসভা নির্বাচনে বারাকপুর কেন্দ্রে জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস। তৃণমূলের টিকিটে জিতে সাংসদ হন পার্থ ভৌমিক।

Must read

সংবাদদাতা, বারাকপুর : গত লোকসভা নির্বাচনে বারাকপুর কেন্দ্রে জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস। তৃণমূলের টিকিটে জিতে সাংসদ হন পার্থ ভৌমিক। চব্বিশের নির্বাচনের পর থেকেই বারাকপুরে ক্রমশ শক্তি হারাচ্ছে বিজেপি। রবিবার প্রায় এক হাজারের বেশি সক্রিয় বিজেপি কর্মী দল ছেড়ে পার্থ ভৌমিকের হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করলন। এরফলে ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে বারাকপুরে আরও কোণঠাসা হল বিজেপি।
রামনবমীর দিন বিকেলে শিউলি গ্রাম পঞ্চায়েতের দেবপুকুর মোড়ে বারাকপুর এবং নোয়াপাড়া বিধানসভার এক হাজারেরও বেশি সক্রিয় কর্মী বিজেপি ছেড়ে সাংসদ পার্থ ভৌমিকের হাত ধরে তৃণমূলে যোগদান করলেন। তাঁদের হাতে জোড়াফুলের পতাকা তুলে দেন বারাকপুরের সাংসদ। পার্থ ভৌমিক বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ই হিন্দু ধর্মের প্রকৃত ধারক-বাহক বাংলার মাটিতে। একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ই হিন্দু ধর্মের রক্ষার্থে দুর্গাপুজোয় অনুদান দেন। আর যারা হিন্দু ধর্মের প্রবক্তা হিসেবে নিজেদের জাহির করে তারা হিন্দু ধর্মের কোনও অনুষ্ঠানে সরকারি কোষাগার থেকে একটি টাকাও খরচ করে না। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লাগাতার উন্নয়নের শরিক হতেই বিজেপি ছেড়ে নেতা, কর্মীরা তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। এতে বিধানসভা নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত আরও শক্তিশালী হল। বারাকপুরে বিজেপি নেতা অর্জুন সিংয়ের ঔদ্ধত্য ও অসামাজিক কার্যকলাপে বিরক্ত বিজেপি নেতা-কর্মীরা। মানুষ শান্তি চায়। বারাকপুরের মানুষ অর্জুনের গুন্ডাগিরির জবাব ২০২৪-এর লোকসভা নির্বাচনেই দিয়েছে। এবার বিজেপি নেতা-কর্মীরা দলত্যাগ করে তারই প্রমাণ দিলেন বলেই দাবি করেন পার্থ।

আরও পড়ুন-ট্রাম্পের ‘স্বৈরাচারের’ প্রতিবাদে গর্জে উঠল আমেরিকার রাজপথ

এদিন অভিষেক চট্টোপাধ্যায়ের নেতৃত্বে শিউলি গ্রাম পঞ্চায়েতের সদস্য-সহ এক হাজারের বেশি বিজেপি নেতা-কর্মী তৃণমূল কংগ্রেসের যোগ দেন। তাঁদের দাবি, রাজ্যের একের পর এক উন্নয়ন করছেন মুখ্যমন্ত্রী। অন্যদিকে বিজেপি গোষ্ঠী কোন্দলে জেরবার। কাজ করতে বাধা দেওয়া হচ্ছে। তৃণমূল ও মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করাই বিজেপির কাজ হয়ে দাঁড়িয়েছে। মানুষের সঙ্গে সংযোগ নেই এবং করতেও দেওয়া হয় না। বারাকপুরে অর্জুন সিং বিজেপিকে শেষ করে দিচ্ছে। দলের উচ্চ নেতৃত্ব জেনেশুনেও চুপ করে আছে। তাই আমরা বিজেপির সঙ্গ ত্যাগ করলাম।

Latest article