প্ররোচনায় পা দেবেন না, আপনাদের পাশে আমি আছি, বার্তা মুখ্যমন্ত্রীর

Must read

অনেকে চক্রান্ত করছে, প্ররোচনা দিচ্ছে। কারও কথায় প্ররোচিত হবেন না। আমি আপনাদের পাশে আছি। আপনাদের মাথার উপর মা-মাটি-মানুষের সরকার আছে। কারও উপর অবিচার হবে না। আমরা অবিচার করতে দেব না। সোমবার নেতাজি ইনডোরে চাকরিহারা শিক্ষক-শিক্ষাকর্মীদের কনভেনশন থেকে স্পষ্ট বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata banerjee)।

সোজা সাপ্টা ভাষায় কোন রাখ-ঢাক না করেই তিনি বলেন, মমতা ব্যানার্জিকে (CM Mamata banerjee) বেইজ্জত করতে গিয়ে যোগ্যদের চাকরি কেড়ে নেবেন না, ওদের জীবন দুর্বিষহ করে তুলবেন না। মমতা ব্যানার্জিকে আপনারা সহ্য করতে পারেন না, তাই তাঁকে হাজার বার কুৎসা করতে পারেন। কিন্তু যোগ্য শিক্ষক-শিক্ষাকর্মীদের প্ররোচনা দেবেন না। মমতা বন্দ্যোপাধ্যায়ের চ্যালেঞ্জ, মনে রাখবেন সুস্থ বাঘের থেকে আহত বাঘ আরও ভয়ঙ্কর। এই আঘাতের প্রত্যুত্তর আমরা ফিরিয়ে দেব। কাজের মধ্যে দিয়ে, সম্মানের মধ্যে দিয়েই আমরা এই চক্রান্তের জবাব দেব। রয়্যাল বেঙ্গল টাইগারের মতো এই কেস আমরা লড়ব।

আরও পড়ুন- শুল্ককে ‘ওষুধ’ বলে দাবি ট্রাম্পের! ভয়াবহ পতনের সাক্ষী শেয়ার বাজার, গায়েব ১৯ লক্ষ কোটি

মুখ্যমন্ত্রী বলেন, ওরা ত্রিপুরায় বলেছিল যাদের চাকরি গিয়েছে, তাদের চাকরি ফিরিয়ে দেব। তাদের চাকরি দেয়নি। উল্টে মাথা ফাটিয়ে দিয়েছে। আম আর আমড়া, এক নয়। ওরা দুমুখো সাপ।
মুখ্যমন্ত্রীর কথায়, টিচার অ্যাসোসিয়েশনকে বলছি তারা একটা গ্রুপ করে আমরা যে ল’ইয়ার দিচ্ছি, তাদের সাথে দল করে কথা বলতে পারেন। এডুকেশন ডিপার্টমেন্টকে বলছি একটা ছোট গ্রুপ তৈরি করতে, যাতে তারা নিজেদের মতামত আলোচনা করতে পারে।

মুখ্যমন্ত্রীর আশ্বাস, আগে আমাদের যোগ্যদের তালিকা ঠিক করতে দিন। তারপর আমি অন্য কথা বলব। আমি আবার বৈঠক ডাকব। যাদের অযোগ্য বলা আছে তাদের বিরুদ্ধে কী কী প্রমাণ আছে আমি দেখব। যদি তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয় তাহলে সেটা নিয়েও আমরা আলোচনা করব পরে। প্রথম কাজ যোগ্যদের চাকরি ফিরিয়ে দেওয়া। তারপর অযোগ্যদের বেছে তাদের কেন অযোগ্য বলছে, তাদের কী দোষ রয়েছে , তাদের বিরুদ্ধে কী অভিযোগ রয়েছে সমস্ত খতিয়ে দেখা এবং তাদের নিয়ে তারপর আবার বৈঠক করব।
মুখ্যমন্ত্রী বলেন, আমি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করছি। আমি বেঁচে থাকাকালীন কোনও যোগ্য প্রার্থীর চাকরি কেড়ে নিতে দেব না এটা আমার শপথ। শিক্ষা ব্যবস্থাকে ভেঙে ফেলার জন্য এত চক্রান্ত চলছে, পরিকল্পনা চলছে। আমি সরাসরি চ্যালেঞ্জ করছি। এই রায়ের পেছনে কোন খেলা নেই তো? এই খেলাটা কে খেলছে? বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদবে না, আমরা সেটাই আশা করি।

Latest article