প্রতিবেদন: মার্কিন শুল্কের আঁচ থেকে বাঁচতে ভারতের কারখানায় তৈরি হওয়া আইফোন বোঝাই বিমান আগেভাগে গেল আমেরিকার পথে! আমেরিকায় আমদানি হওয়া বিদেশি পণ্যের উপর ‘পারস্পরিক শুল্ক’ বসিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ৫ এপ্রিল থেকে ১০ শতাংশ শুল্ক কার্যকরও হয়ে গিয়েছে। সেই পরিস্থিতিতে ভারতের কারখানা থেকে তড়িঘড়ি পাঁচটি বিমানবোঝাই আইফোন আমেরিকায় নিয়ে গিয়েছে অ্যাপল। বিশেষজ্ঞদের মতে, ট্রাম্পের শুল্কঝড় থেকে বাঁচতেই জরুরি ভিত্তিতে এই পদক্ষেপ করা হয়েছে।
আরও পড়ুন-চার লাইনের ছড়া কেটে দেবাংশুর নিশানায় গদ্দার
জানা গিয়েছে, মার্চের শেষ সপ্তাহে মাত্র তিনদিনের মধ্যে আইফোন এবং অন্যান্য সামগ্রীবোঝাই পাঁচটি বিমান ভারত থেকে আমেরিকায় নিয়ে গিয়েছে অ্যাপল। সরকারি সূত্রের মতে, ৫ এপ্রিল থেকে কার্যকর হওয়া ট্রাম্পের ১০ শতাংশ পারস্পরিক শুল্ক এড়াতেই জরুরি ভিত্তিতে আগাম এই পণ্য আমেরিকায় নিয়ে যাওয়া হয়েছে। শুধু ভারত থেকেই নয়, চিনের কারখানাগুলি থেকেও আমেরিকায় জরুরিভিত্তিতে আইফোন নিয়ে যাওয়া হয়েছে। বছরের এই সময় ধীরেসুস্থে পণ্য পাঠানো হলেও এবছর শুল্ক আরোপের আশঙ্কাতেই এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। বাড়তি শুল্কের জেরে সামগ্রিকভাবে আইফোনের দামের উপর কী প্রভাব পড়বে, তাও পর্যালোচনা করে দেখবে অ্যাপল।