প্রতিবেদন : বিধান রায় থেকে শুরু করে মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য বিধানসভা পশ্চিমবঙ্গের সব মুখ্যমন্ত্রীর বাছাই করা ভাষণ সংকলন প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছে। বিধানচন্দ্র রায় থেকে মমতা বন্দ্যোপাধ্যায় পর্যন্ত রাজ্যের যতজন মুখ্যমন্ত্রী হয়েছেন, বিধানসভায় তাঁদের উল্লেখযোগ্য বক্তৃতার সংকলন প্রকাশ করা হবে বলে বিধানসভার গ্রন্থাগার কমিটি জানিয়েছে।
আরও পড়ুন-সিপিএম ছেড়ে তৃণমূলে
বিধায়ক এবং গবেষকরা এটা পড়তে পারবেন। বিধানসভার লাইব্রেরি কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয়েছে রাজ্যের সমস্ত প্রাক্তন মুখ্যমন্ত্রীর বক্তব্যের সংকলন করে একে একে প্রকাশ করা হবে। বিধানসভার নিজস্ব ওয়েবসাইটে সাধারণ মানুষের জন্য প্রকাশ পাবে এই বক্তব্যের সংকলন। বিধানসভার ভিতরে প্রাক্তন মুখ্যমন্ত্রীদের বক্তব্যের সংকলন উদ্ধার করা সম্ভব হয়েছে।