জোগান নিয়মিত রাখতে উদ্যোগী হল পুরসভা। এই উদ্দেশ্যে মঙ্গলবার ওলাবিবিতলায় ভূগর্ভস্থ জলাধার-সহ শহরের সমস্ত ভূগর্ভস্থ জলাধারগুলি পরিদর্শন করলেন পুরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চৌধুরি। সঙ্গে ছিলেন পুর আধিকারিক ও ইঞ্জিনিয়ররা। তাঁরা প্রতিটি জলাধার ঘুরে দেখেন এবং সেখানে জলের জোগান ঠিকঠাক রয়েছে কিনা তাও খতিয়ে দেখেন। গরম পড়তেই কিছু জায়গায় জলের চাপ কেন কমেছে তা খতিয়ে দেখেন তাঁরা। সৈকত চৌধুরি জানান, জলের জোগান পর্যাপ্ত রয়েছে। তবুও কয়েকটি জায়গায় জলের চাপ কেন কমল তা চিহ্নিত করা হয়েছে। সেই অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। এর ফলে চলতি গ্রীষ্মে হাওড়া শহরে জল সরবরাহে কোনও সমস্যা হবে না।
আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর জনহিতকর প্রকল্পে বৈপ্লবিক পরিবর্তন স্বাস্থ্যসেবায়, একনজরে খতিয়ান