পুলিশের ডিজি নিয়োগের নিয়মে বড় বদল আনল নবান্ন

রাজ্যে আমলা বা পুলিশ নিয়োগ বা তাদের মেয়াদ বৃদ্ধির ক্ষেত্রে কেন্দ্রের সঙ্গে একাধিকবার মতবিরোধ হয়েছে রাজ্য সরকারের।

Must read

রাজ্যে আমলা বা পুলিশ নিয়োগ বা তাদের মেয়াদ বৃদ্ধির ক্ষেত্রে কেন্দ্রের সঙ্গে একাধিকবার মতবিরোধ হয়েছে রাজ্য সরকারের। আগেও মুখ্যসচিবের মেয়াদ বৃদ্ধির আবেদন জানিয়ে দিল্লির (Delhi) থেকে সাড়া পায়নি রাজ্য, আবার কখনও পুলিশ কর্তাদের কেন্দ্রীয় ডেপুটেশনে ডেকে কেন্দ্র রাজ্যের সঙ্গে সংঘাতে জড়িয়েছে। এবার নতুন নিয়ম গ্রহণ করল বাংলা। সূত্রের খবর, ৮ এপ্রিল ক্যাবিনেটে সেই সংক্রান্ত প্রস্তাব অনুমোদিত হয়েছে।

আরও পড়ুন-দিনের কবিতা

নিয়ম অনুযায়ী ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের কাছে সিনিয়র আইপিএস অফিসারদের নামের তালিকা পাঠানোর পরে দিল্লি থেকে সেই সংক্রান্ত সবুজ সংকেত আসবে। এই নিয়ম মানতে গিয়ে উত্তরপ্রদেশে চারজনকে যোগী সরকার অস্থায়ী ডিজি পদে রাখতে বাধ্য হয়েছিল। ২০২৪ সালের নভেম্বর মাসে উত্তরপ্রদেশ সরকার সেই নিয়ম বদলে ফেলে। সিদ্ধান্ত হয় রাজ্যের অধীনে সিলেকশন কমিটি গঠন করে ডিজি নিয়োগ করা হবে। আনা হয়েছিল ‘ডিরেক্টর জেনারেল অফ পুলিশ, উত্তরপ্রদেশ সিলেকশন অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট রুলস, ২০২৪’। এবার পশ্চিমবঙ্গেও রাজ্য পুলিশের ডিরেক্টর জেনারেল পদে নিয়োগের জন্য এই নিয়ম মেনে চলা হবে।

আরও পড়ুন-নতুন রেপো রেট ঘোষণা করল আরবিআই

৮ এপ্রিল মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার বৈঠকে ডিজি নিয়োগ নিয়ে নয়া নিয়ম প্রনয়ণের প্রস্তাবে শিলমোহর দেওয়া হয়। বর্তমানে রাজীব কুমার রাজ্য পুলিশের অস্থায়ী ডিজি পদে রয়েছেন ও চাকরির মেয়াদ আর মাত্র ৬ মাস। এই আবহে ডিজি নিয়োগ নিয়ে নয়া নিয়ম আনল নবান্ন। এই নিয়ম অনুযায়ী রাজীব কুমারকে স্থায়ী ডিজি পদে নিয়োগ করার বাধা থাকবে না। আগের নিয়ম অনুযায়ী যদি রাজীব কুমারের নাম ডিজি পদে সুপারিশ করে কেন্দ্রীয় সরকারের কাছে পাঠানো হত, তবে সেটাতে শিলমোহর পাওয়া যেত না। এতদিন ধরে রাজীবকে অস্থায়ী ডিজি পদে রাখা হয়েছিল। তবে এবার তাকে স্থায়ীভাবে ডিজি করা হলে আরও দু’বছর তিনি সেই পদে থাকতে পারবেন।

আরও পড়ুন-ঠাকুরপুকুর দুর্ঘটনায় নেই প্রতিবাদ, টলিউডের নীরবতাকে নিশানা কুণাল ঘোষের

প্রসঙ্গত, ২০০৬ সালের মামলায় সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল ডিজি নিয়োগের জন্য প্রতিটি রাজ্য সরকারকে ইউপিএসসি-তে শীর্ষ আইপিএস অফিসারদের একটি তালিকা পাঠাতে হবে। এখন ডিজির অবসরের তিন মাস আগেই সেই তালিকা পাঠাতে হবে। সেই নির্দেশিকাকে পাশ কাটিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এবার ডিজি নিয়োগ প্রক্রিয়ায় পরিবর্তন আনলেন।

Latest article