কংগ্রেসের প্রতি নেই দায়বদ্ধতা, ফের জানাল তৃণমূল কংগ্রেস

Must read

প্রতিবেদন: কংগ্রেসের সঙ্গে তৃণমূল কংগ্রেসের (TMC) কোনও নির্বাচনী সমঝোতা নেই৷ স্বভাবতই কংগ্রেস এবং তাদের নির্বাচনী শরিকদের সব রাজনৈতিক কর্মসূচিতে উপস্থিত থাকার কোনও দায়বদ্ধতা নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের- সাফ জানানো হল তৃণমূল কংগ্রেসের (TMC) তরফে৷ সর্বভারতীয় প্রেক্ষাপটে বিজেপি এবং মোদি সরকার বিরোধী আন্দোলনে ইস্যুভিত্তিক সমর্থন জানানো এবং সংসদের ভিতরে কক্ষ সমন্বয় এবং আমজনতার ইস্যু তুলে ধরে একযোগে সোচ্চার হওয়া অন্য জিনিস৷ আর কংগ্রেস ও তাদের সহযোগী সমমনোভাবাপন্ন শরিক দলগুলির রাজনৈতিক কর্মসূচিতে যোগদান সম্পূর্ণ অন্য বিষয় বৃহস্পতিবার আরও একবার বুঝিয়ে দেওয়া হয়েছে তৃণমূল কংগ্রেসের তরফে৷ উল্লেখ্য, তথ্যের অধিকার আইন বা আরটিআই-কে খর্ব করা হচ্ছে ডেটা প্রোটেকশন বিলের মাধ্যমে এই অভিযোগ তুলেছে কংগ্রেস ও তাদের শরিক কয়েকটি দল৷ বৃহস্পতিবার দিল্লিতে একটি সাংবাদিক সম্মেলনের আয়োজনও করে এই দলগুলি৷ এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিল না তৃণমূল৷ দল আগেই মোদি সরকারের উদ্যোগের তীব্র বিরোধিতা করেছে৷ বিরোধী শিবিরের আনা প্রস্তাবে সইও করেছেন তৃণমূল সাংসদরা, বৃহষ্পতিবার স্পষ্ট করেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়ান৷

আরও পড়ুন-ভারতে ফেরানো হল ২৬/১১-র মূলচক্রী রানাকে

Latest article