হনুমান জয়ন্তী পালনে অনুমতি দিল না হাইকোর্ট

Must read

প্রতিবেদন : হিন্দু সেবাদলকে রেড রোডে হনুমান জয়ন্তী (Hanuman Jayanti) পালন করার অনুমতি দিল না কলকাতা হাইকোর্ট। শনিবার রেড রোডে ভোর ৫টা থেকে সকাল ১২টা পর্যন্ত হনুমান জয়ন্তী (Hanuman Jayanti) পালন করার অনুমতি চেয়েছিল হিন্দু সেবাদল কলকাতা পুলিশের কাছে। কিন্তু আইনশৃঙ্খলা না মেনে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হতে পারে এই আশঙ্কায় অনুমতি দেয়নি পুলিশ। এরপর কলকাতা হাইকোর্টে গিয়েছিল হিন্দু সেবাদল। কিন্তু সেখানেও মুখ পুড়ল তাদের। শুক্রবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে এই মামলার শুনানিতে বিচারপতি বলেন, নতুন করে রেড রোডে কোনও কর্মসূচি শুরু করার অনুমতি দেওয়া যাবে না। এ-বিষয়ে হলফনামা আদান-প্রদানের প্রয়োজন রয়েছে। জুলাই মাসে মামলার পরবর্তী শুনানি হবে। এরপরে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় হিন্দু সেবাদল।

আরও পড়ুন- ৩০ এপ্রিল থেকে গরমের ছুটি, নির্দেশিকা শিক্ষা দফতরের

Latest article