মানসিক ভারসাম্যহীনকে বেধড়ক মার বিএসএফের

Must read

সংবাদদাতা, কোচবিহার : বিএসএফের (BSF) অত্যাচার অব্যাহত। এবার মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তিকে নির্মমভাবে মারধরের অভিযোগ উঠল সীমান্তরক্ষীদের বিরুদ্ধে। শুক্রবার ঘটনাটি ঘটেছে দিনহাটা দুই ব্লকের নাজিরহাট দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের দলবাড়ি ১৬২ নম্বর বিএসএফ ক্যাম্প এলাকায়। স্থানীয়দের অভিযোগ, ওই এলাকার শিবু বর্মন নামের মানসিক ভারসাম্যহীন ব্যক্তি সীমান্ত এলাকায় প্রতিদিনের মতো ছাগল পাহারা দিতে গিয়েছিলেন। সেই সময় বিএসএফ (BSF) জওয়ানরা ওই ব্যক্তিকে মারধর করে বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নাজিরহাট ক্যাম্পের পুলিশ। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই ব্যক্তিকে আহত অবস্থায় উদ্ধার করে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে আসে চিকিৎসার জন্য। আহত মানসিক ভারসাম্যহীন ব্যক্তির দিদি স্বপ্না বর্মন বলেন, তাঁর ভাইকে অন্যায় ভাবে বিএসএফ মারধর করেছে। ভাই প্রতিদিনের মতোই ছাগল চরাতে গিয়েছিলেন এলাকায়। অথচ মানসিক ভারসাম্যহীন বোঝার পরও ভাইকে বিএসএফ রেয়াত করেনি। তিনি গুরুতর আঘাত পেয়েছেন। পরে তাঁকে দিনহাটা হাসপাতালে ভর্তি করা হয়। স্থানীয়রা জানান, সীমান্ত এলাকায় বিএসএফ বহু সময় নির্দোষ ব্যক্তিদের উপর জুলুমবাজি করে। এর আগেও দিনহাটায় বিএসএফের বিরুদ্ধে গুলি চালিয়ে গ্রামের নির্দোষ যুবককে মারার অভিযোগ উঠেছিল গীতালদহ এলাকায়। এবারে মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তিকেও মারধর করার অভিযোগ উঠেছে বিএসএফের বিরুদ্ধে।

আরও পড়ুন- হনুমান জয়ন্তী পালনে অনুমতি দিল না হাইকোর্ট

Latest article