মাকে খুন, ধৃত ছেলে

Must read

প্রতিবেদন : রক্তে ভেসে যাচ্ছে ঘরের মেঝে। সেখানেই পড়ে এক মহিলার দেহ। রাজারহাটের বৈদিক ভিলেজ আবাসন থেকে শুক্রবার উদ্ধার হয়েছে ক্ষতবিক্ষত মহিলার দেহ। পুলিশ সূত্রে খবর মৃতার নাম দেবযানী মজুমদার (৫৮)। প্রাথমিকভাবে অনুমান, মৃতার ছেলে সৌমিক মজুমদার মানসিক অবসাদ থেকে মাকে খুন করেছে। তাকে গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুন-মানসিক ভারসাম্যহীনকে বেধড়ক মার বিএসএফের 

Latest article