রেশন বন্টনে স্বচ্ছতা আনতে নতুন অ্যাপ

স্মার্ট পিডিএস কর্মসূচির অধীনে রেশন বণ্টন প্রক্রিয়াকে আরও গতিশীল ও দুর্নীতিমুক্ত করতে চালু হচ্ছে একটি বিশেষ অ্যাপ।

Must read

প্রতিবেদন: স্মার্ট পিডিএস কর্মসূচির অধীনে রেশন বণ্টন প্রক্রিয়াকে আরও গতিশীল ও দুর্নীতিমুক্ত করতে চালু হচ্ছে একটি বিশেষ অ্যাপ। জাতীয় খাদ্য সুরক্ষা প্রকল্পের আওতাভুক্ত রেশন গ্রাহকদের খাদ্য সরবরাহ সংক্রান্ত লেনদেন পরিচালনার জন্য মেরা রেশন নামে এই অ্যাপ তৈরি করা হয়েছে। যা সমস্ত রেশন দোকানে বাধ্যতামূলক করা হচ্ছে। খাদ্যমন্ত্রকের যুগ্মসচিব রবিশঙ্কর সম্প্রতি কলকাতায় এসে রেশন ব্যবস্থা পরিচালনার বিভিন্ন বিষয় নিয়ে রাজ্য খাদ্য দফতরের আধিকারিকদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন।

আরও পড়ুন-রাজ্যপালের স্বাক্ষর ছাড়াই তামিলনাড়ুতে ১০ আইন পাশ, দেশের ইতিহাসে প্রথম এই পদক্ষেপ

মেরা রেশন অ্যাপ চালু হলে খাদ্য সরবরাহ সংক্রান্ত যাবতীয় প্রক্রিয়া এটির মাধ্যমে চলবে বলে জানিয়ে গিয়েছেন কেন্দ্রীয় সচিব। রেশন গ্রাহকদের খাদ্য সরবরাহ করতে গিয়ে সার্ভার সংক্রান্ত সমস্যার জন্য পরিষেবা বিঘ্নিত হওয়ার বিষয়টি নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। ঠিক হয়েছে, মাসখানেকের মধ্যেই বিষয়টির নিষ্পত্তি করা হবে। শুক্রবার বিভিন্ন জেলায় পরীক্ষামূলক ভাবে এই অ্যাপ ব্যবহার করা হয়েছে। সেখানে সার্ভারজনিত সমস্যার ইঙ্গিত মিলেছে। যা দূর করতে উদ্যোগ নেওয়া হচ্ছে।

Latest article