মাদ্রিদ, ১৩ এপ্রিল : লা লিগা খেতাব জয়ের পথে মসৃণ গতিতে এগিয়ে চলেছে বার্সেলোনা। হ্যান্সি ফ্লিকের দল এবার ১-০ গোলে হারিয়েছে লেগানেসকে। ৪৮ মিনিটে আত্মঘাতী গোল করেন লেগানেসের ডিফেন্ডার জোর্জে সায়েন্স। এই জয়ের সুবাদে ৩১ ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষেই রইল বার্সেলোনা।
এই নিয়ে টানা ২৪টি ম্যাচ অপরাজিত ফ্লিকের ফুটবলাররা। এর আগে ১৯৭৩-৭৪ মরশুমে রাইনাস মিশেলের কোচিংয়ের টানা ২৭ ম্যাচ অপরাজিত ছিল বার্সা। এছাড়া ২০১৬-১৭ এবং ২০১৭-১৮ মরশুমে যথাক্রমে লুইস এনরিকে ও আর্নেস্তো ভালভার্দের কোচিংয়ে টানা ২৯ ম্যাচ অপরাজিত ছিল কাতালান জায়ান্টরা। তবে ক্লাবের ইতিহাসে সবথেকে বেশি ম্যাচ টানা অপরাজিত থাকার রেকর্ড গড়েছিল লুইস এনরিকের কোচিংয়ে। ২০১৫-১৬ মরশুমে টানা ৩৯ ম্যাচ অপরাজিত ছিল বার্সেলোনা।
আরও পড়ুন-অপ্রতিরোধ্য দিল্লির দৌড় থামিয়ে দিলেন হার্দিকরা
এদিকে, লা লিগায় জয়ের মুখ দেখেছে রিয়াল মাদ্রিদও। অ্যাওয়ে ম্যাচে আলাভেসকে ১-০ গোলে হারিয়েছে রিয়াল। এই জয়ের সুবাদে ৩১ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে লা লিগার দ্বিতীয় স্থানে রইলেন কিলিয়ান এমবাপেরা। ম্যাচের ৩৪ মিনিটে রিয়ালের জয়সূচক গোলটি করেন এডুয়াডো কামাভিঙ্গা। তবে ৩৮ মিনিটে লাল কার্ড দেখেন কিলিয়ন এমবাপে। ফলে বেশ কিছুটা সময় ১০ জনে খেলতে হয়েছে রিয়ালকে।