উসকানি সত্ত্বেও কেন বরখাস্ত নয় সুকান্তকে, প্রশ্ন তৃণমূলের

বাংলায় লাগাতার উসকানি ও ধর্মীয় ভেদাভেদের রাজনীতি করছে বিজেপি। এই অভিযোগে বিজেপির সুকান্ত মজুমদার, অর্জুন সিংদের তীব্র আক্রমণ করল তৃণমূল

Must read

প্রতিবেদন : বাংলায় লাগাতার উসকানি ও ধর্মীয় ভেদাভেদের রাজনীতি করছে বিজেপি। এই অভিযোগে বিজেপির সুকান্ত মজুমদার, অর্জুন সিংদের তীব্র আক্রমণ করল তৃণমূল। সুকান্তকে মন্ত্রিসভা থেকে বরখাস্ত করারও দাবি জানিয়েছে তৃণমূল। রবিবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, সুকান্ত মজুমদার কেন্দ্রীয় মন্ত্রী হয়ে যে ভাষায় কথা বলেছেন, তাঁকে সবার আগে মন্ত্রিসভা থেকে বরখাস্ত করা উচিত।

আরও পড়ুন-নববর্ষের শোভাযাত্রার নাম পরিবর্তন, কর্তৃপক্ষের কাছে ব্যাখ্যা দাবি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষুব্ধ শিক্ষার্থীদের

কেন্দ্রীয় মন্ত্রী বলছেন, রাস্তায় নেমে গাড়ি ধরে ধরে মারব। সুকান্তবাবু আপনাদের বীরত্ব কোথায় থাকে, যখন মণিপুর জ্বলে, লুটপাট, খুন, সরকারি সম্পত্তি নষ্ট, মুখ্যমন্ত্রীর বাড়ি আক্রান্ত হয়, তখন আপনারা কোথায়? ধর্ষণ, গণহত্যার সময় কোথায় আপনার বীরত্ব? কুণাল আরও বলেন, কেন্দ্রীয় মন্ত্রীর মতো সাংবিধানিক পদে থেকে সুকান্ত মজুমদার যেভাবে উসকানি দিয়ে চলেছেন তাতে অবিলম্বে তাঁকে মন্ত্রিসভা থেকে বরখাস্ত করা উচিত। সুকান্তর বিরুদ্ধে আইনি ব্যবস্থারও দাবি জানান তিনি। কুণাল বলেন, আমরা যে কোনও উসকানি ও প্ররোচনার বিরোধী। বঙ্গবিরোধী বিজেপি এ-রাজ্যে বিষ ঢালছে, আর তাদের দোসর হয়েছে বাম-কংগ্রেস। বিজেপি নেতা অর্জুন সিংকেও একহাত নেন কুণাল। বলেন, ওনাকে বাংলা নিয়ে ভাবতে হবে না, আমরা সামলে নেব। উনি পারলে আগে মণিপুরকে ঠান্ডা করুন। ওখানে তো ওঁদেরই সরকার, আপনি আর বিহার, উত্তরপ্রদেশ-সহ অন্য রাজ্যে যত লোক আছে তাঁদের প্লেনে করে পাঠিয়ে দিন, তারপর প্যারাশুটে করে মণিপুরে নামিয়ে দিন। মণিপুরকে আগে ঠান্ডা করে দেখান।

Latest article