হায়দরাবাদ, ১৪ এপ্রিল : বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেল সানরাইজার্স হায়দরাবাদ দল। বানজারা হিলসের পার্ক হায়াত হোটেলে ছিলেন সানরাইজার্সের ক্রিকেটাররা। সেখানে সোমবার সকাল ৯টা নাগাদ হঠাৎ করেই আগুন লেগে যায়। এই বিলাসবহুল হোটেলের ছ’তলার বিভিন্ন ঘরে ছিলেন প্যাট কামিন্সরা। আগুন লাগার পর, যুদ্ধকালীন তৎপরতায় পুরো সানরাইজার্স দলকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়। হায়দরাবাদ ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, দলের সবাই সুরক্ষিত রয়েছেন।
আরও পড়ুন-আটকে গেলেন মেসি, পয়েন্ট নষ্ট মায়ামির
জানা গিয়েছে, হোটেলের দোতলার লবি এলাকা থেকে আগুন ছড়িয়ে পড়ে আশেপাশে। তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে আসে দমকলের পাঁচটি ইঞ্জিন। দমকল কর্মীদের প্রচেষ্টায় দু’ঘণ্টার মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসে। যদিও গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়। হঠাৎ করেই ফায়ার অ্যালার্ম বেজে ওঠায় আতঙ্কিত হয়ে পড়েছিলেন সানরাইজার্সের ক্রিকেটাররা। যদিও কামিন্সদের নিরাপদে হোটেলের বাইরে বের করে আনা হয় তৎপরতার সঙ্গে। আগুন নিভে যাওয়ার পর, সব ক্রিকেটারদের আবার হোটেলে ফিরিয়ে আনা হয়। হোটেল কর্তৃপক্ষও এক বিবৃতিতে জানিয়েছে, এই ঘটনায় হোটেলে উপস্থিত কোনও ব্যক্তির ক্ষতি হয়নি। তবে কী কারণে আগুন লাগল, তা নিয়ে তদন্ত চলছে। অনুমান শর্ট সার্কিট থেকেই এই বিপত্তি। স্থানীয় পুলিশ জানিয়েছে, কোনও ক্ষয়ক্ষতি ছাড়াই পুরো পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। প্রসঙ্গত, বৃহস্পতিবার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচ রয়েছে কামিন্সদের।