৮টি প্রতিষ্ঠানের শীর্ষপদেই স্থায়ী নিয়োগ হয়নি, মোদি জমানায় শিক্ষা-সংকট

অস্থায়ী উপাচার্য বা ডিরেক্টরদের অধীনে অবহেলায় পড়ে থাকা শিক্ষা প্রতিষ্ঠানগুলির মধ্যে আইআইটি, আইআইএম, আইআইএসইআর-এর মতো গর্বের প্রতিষ্ঠানও রয়েছে।

Must read

প্রতিবেদন : দেশের অগ্রণী শিক্ষাপ্রতিষ্ঠানগুলিতে শীর্ষপদে নিয়োগ হচ্ছে না। মোদি সরকার ধর্মের রাজনীতি করতেই ব্যস্ত। আর দেশের প্রথমসারির কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলি মাসের পর মাস অস্থায়ী প্রধানদের দ্বারা পরিচালিত হয়ে চলেছে। কোনও কোনও ক্ষেত্রে সেই মেয়াদ এক বছরও পেরিয়ে গিয়েছে। অস্থায়ী উপাচার্য বা ডিরেক্টরদের অধীনে অবহেলায় পড়ে থাকা শিক্ষা প্রতিষ্ঠানগুলির মধ্যে আইআইটি, আইআইএম, আইআইএসইআর-এর মতো গর্বের প্রতিষ্ঠানও রয়েছে।

আরও পড়ুন-চিরাচরিত মঙ্গল শোভাযাত্রার নামবদল, ক্ষোভও

কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে ১৩০টি শীর্ষস্থানীয় উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ১৮টি প্রতিষ্ঠানে নেই স্থায়ী প্রধান। এই ১৮টির মধ্যে রয়েছে ৮টি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়, ৪টি আইআইএম, ২টি আইআইটি, ৩টি এনআইটি ও একটি আইসার। মাত্র ৪৮টি কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠানের সমীক্ষা চালিয়েই মোদির সরকারের শিক্ষা ব্যবস্থার স্বরূপ প্রকাশ্যে এসেছে। স্থায়ী অভিভাবকহীন হয়ে পড়ে রয়েছে আইআইএম ক্যালকাটা, আইআইএম শিলং, এনআইটি শ্রীনগর, এনআইটি অন্ধ্র প্রদেশ, আইআইএসইআর তিরুবন্তপুরম, ইগনু, সিকিম ইউনিভার্সিটি ও রাজীব গান্ধী ইউনিভার্সিটি। আর সেই সময়ের মেয়াদটা এক বছরেরও বেশি।
জাতীয় শিক্ষা নীতি ২০২০ বাস্তবায়নের মধ্যেই কেন্দ্রীয় সরকারের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে শীর্ষপদ ফাঁকা থাকা নিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। নিয়ম অনুযায়ী, কোনও উপাচার্যের মেয়াদ শেষ হওয়ার অন্তত ৬ মাস আগে থেকেই নতুন উপাচার্য নিয়োগের প্রক্রিয়া শুরু করে কেন্দ্রীয় সরকার। তবে এই প্রতিষ্ঠানগুলির ক্ষেত্রে কেন্দ্রের সরকারের উদাসীনতায় যথাসময়ে সেই খোঁজের প্রক্রিয়া শুরু না হওয়ায় দীর্ঘ সময় ধরে এই প্রতিষ্ঠানগুলো শীর্ষ নেতৃত্বহীন অবস্থায় চলছে। এই পরিস্থিতিতে শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রশাসনিক সিদ্ধান্ত নিতে দেরি হচ্ছে, কারণ ভারপ্রাপ্ত উপাচার্যরা সাধারণত বড় কোনও সিদ্ধান্তে হস্তক্ষেপ করেন না। ফলে সমস্যায় পড়তে হচ্ছে ছাত্র-ছাত্রীদের। বাংলার আরও একটি গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় বিশ্বভারতীও প্রায় ১৫ মাস স্থায়ী উপাচার্যহীন ভাবে পড়ে ছিল। অবশেষে মার্চে স্থায়ী উপাচার্য নিয়োগ হয়েছে সেখানে। তবে রাজ্যের আইআইএম-এর মতো প্রতিষ্ঠান এখনও শীর্ষকর্তা পাওয়া থেকে বঞ্চিত। দেশের সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে স্থায়ী উপাচার্য ও ডিরেক্টর নিয়োগে কেন্দ্রের ব্যর্থতা নিয়ে সরব সংসদীয় কমিটিও। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রককে এই সমস্যায় দ্রুত ও বলিষ্ঠ পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছে সংসদীয় কমিটি।

Latest article