নেপথ্যে গেরুয়া অভিসন্ধি? জবাব তলব অধ্যক্ষের, গরম রুখতে দিল্লির কলেজের দেওয়ালে গোবর

ভাবা যায়, গরমের হাত থেকে বাঁচতে কলেজের ক্লাসরুমের দেওয়ালে গোবরের প্রলেপ! হ্যাঁ, এমন অদ্ভুত ঘটনা ঘটেছে রাজধানী দিল্লিতেই।

Must read

সুদেষ্ণা ঘোষাল, দিল্লি: ভাবা যায়, গরমের হাত থেকে বাঁচতে কলেজের ক্লাসরুমের দেওয়ালে গোবরের প্রলেপ! হ্যাঁ, এমন অদ্ভুত ঘটনা ঘটেছে রাজধানী দিল্লিতেই (Delhi)। এই ঘটনাকে কেন্দ্র করে দেখা দিয়েছে ব্যাপক চাঞ্চল্য। এর সপক্ষে কলেজের অধ্যক্ষের সাফাই যা-ই হোক না কেন, অভিযোগ উঠেছে এর নেপথ্যে রয়েছে গেরুয়াকরণের অভিসন্ধি।

আরও পড়ুন-৮টি প্রতিষ্ঠানের শীর্ষপদেই স্থায়ী নিয়োগ হয়নি, মোদি জমানায় শিক্ষা-সংকট

মানুষ মহাকাশে কাটিয়ে দিচ্ছে মাসের পর মাস৷ মহাকাশের মহাশূন্যে গবেষণার কাজ শেষ করে তারপরে অক্ষত অবস্থায় আবার ধরাধামে ফিরেও আসছে৷ সুনীতা উইলিয়ামসই এই ঘটনার সব থেকে বড় উদাহরণ৷ বিজ্ঞান ও প্রযুক্তি এখন এমন উচ্চতায় পৌঁছে গেছে যেখানে কৃত্রিম মেধা বা আর্টিফিশিয়াল ইনটেলিজেন্সির মাধ্যমে অনায়াসে সব সমস্যার চটজলদি সমাধান করার দাবি জানাচ্ছেন বিজ্ঞানীরা৷ এই আবহে রাজধানী দিল্লির ঝলসে যাওয়া গরমের হাত থেকে বাঁচতে কলেজের ক্লাসরুমের দেওয়ালে গোবর লেপে রীতিমতো হইচই ফেলে দিয়েছেন দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ লক্ষ্মীবাই কলেজের প্রিন্সিপাল প্রত্যুষ ভত্সা লা৷ তাঁর এই কাজের ছবি ও ভিডিও তিনি নিজেই কলেজের বিভিন্ন গ্রুপে ফলাও করে পোস্ট করেছেন৷ প্রিন্সিপাল প্রত্যুষ ভত্সা লার এই পদক্ষেপের পরে কলেজের শিক্ষক মহলেই প্রশ্ন উঠতে শুরু করেছে, কেন তিনি এমন কাজ করলেন? অনেকেই এর পিছনে শিক্ষায় গৈরিকীকরণের প্রচেষ্টা দেখতে পাচ্ছেন৷ প্রিন্সিপালের জবাব তলব করবে অ্যাকাডেমিক কাউন্সিল৷

Latest article