মায়ানমার, থাইল্যান্ডের বিধ্বংসী ভূমিকম্পের (Earthquake) রেশ এখনও কাটেনি তার মধ্যেই ফের এল ভূমিকম্পের খবর৷ এবার কম্পন অনুভূত হল দিল্লি-এনসিআর সহ সংলগ্ন এলাকায়৷ আজ, বুধবার সকালে ভূমিকম্পে কেঁপে উঠেছে আফগানিস্তান৷ রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৬৷ ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্র (EMSC) এই মর্মে জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১২১ কিলোমিটার (৭৫ মাইল) গভীরে। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল বাগলান থেকে ১৬৪ কিলোমিটার পূর্বে।
আরও পড়ুন-বিধ্বংসী চাহাল, অবাক হার নাইটদের
প্রথমে ভূমিকম্পের তীব্রতা ৬.৪ জানা গেলেও পরে ৫.৬ মাত্রা নির্ধারিত হয়। আফগানিস্তানের এই ভূমিকম্পের প্রভাব দিল্লি-এনসিআর সহ আরও কিছু এলাকায় অনুভূত হয়েছে। স্বাভাবিকভাবেই এমন ঘটনায় রীতিমত আতঙ্কিত এলাকাবাসী। শেষ পাওয়া খবর অনুযায়ী কেন হতাহতের খবর নেই।