সামশেরগঞ্জ ছাড়া সর্বত্র স্বাভাবিক ইন্টারনেট পরিষেবা

প্রসঙ্গত, শনিবার রাতে মুর্শিদাবাদ যান রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। ‘দক্ষ’ ২৩ জন পুলিশ আধিকারিককেও পাঠানো হয়েছে সেখানে।

Must read

কেটে গিয়েছে দুঃসময়। ভয় কাটিয়ে দোকানপাট খুলছে এমনকি বাজারও বসছে। গত কয়েক দিনের অশান্তির ছবি অনেকটাই পাল্টে গিয়েছে মুর্শিদাবাদে (Murshidabad)। আবার চেনা ছন্দে ফিরছে জেলা। ভুয়ো এবং উস্কানিমূলক বার্তা পরিবেশন বন্ধ করতেই জঙ্গিপুর পুলিশ জেলার একটা বড় অংশে ইন্টারনেট পরিষেবা বন্ধ ছিল। পরিস্থিতি স্বাভাবিক হতেই সামশেরগঞ্জ ছাড়া জেলার বাকি অংশে ইন্টারনেট পরিষেবা চালু হয়েছে। তবে আপাতত বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ১৬৩ ধারা বলবৎ থাকবে।

আরও পড়ুন-ভূম্পিকম্পে কেঁপে উঠল দিল্লি-এনসিআর, পড়শি দেশেই কেন্দ্র ভূকম্পের

সংশোধিত ওয়াকফ আইনের প্রতিবাদে গত শুক্রবার থেকে রীতিমত উত্তপ্ত হয়ে ওঠে মুর্শিদাবাদের কিছু জায়গা। পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশ-প্রশাসনের তরফে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। মুর্শিদাবাদ পুলিশ জেলার ছ’টিরও বেশি থানা এলাকায় যৌথবাহিনী মোতায়ন করেছে। টহল দিচ্ছে বিএসএফ এবং পুলিশবাহিনী। অশান্তির কারণে ঘরছাড়ারাও পুলিশ-প্রশাসনের উদ্যোগে আবার নিজেদের ঘরে ফিরছেন।

আরও পড়ুন-বিধ্বংসী চাহাল, অবাক হার নাইটদের

প্রসঙ্গত, শনিবার রাতে মুর্শিদাবাদ যান রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। ‘দক্ষ’ ২৩ জন পুলিশ আধিকারিককেও পাঠানো হয়েছে সেখানে। পরিস্থিতির উপর কড়া নজর রাখেন ডিজি। ঘুরে দেখেন এলাকা। পুলিশ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। বিএসএফের সঙ্গেও যোগাযোগ করেন। পরিস্থিতি স্বাভাবিক হলে মঙ্গলবার তিনি মুর্শিদাবাদ ছেড়েছেন। তবে পরিস্থিতির উপরে কড়া নজরদারি চালাচ্ছেন রাজ্য পুলিশের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকেরা।

 

 

Latest article