বালাকৃষ্ণনের পরে দেশের দ্বিতীয় দলিত প্রধান বিচারপতি হচ্ছেন গাভাই, শপথ ১৪ মে

Must read

ভূষণ রামকৃষ্ণ গাভাই (Bhushan Ramkrishna Gavai) সুপ্রিম কোর্টের বিচারপতি হচ্ছেন। দেশের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না আনুষ্ঠানিকভাবে বিচারপতি গাভাইকে তার উত্তরসূরি হিসেবে সুপারিশ করেছেন। অনুমোদনের জন্য তাঁর নাম আইন মন্ত্রকে পাঠিয়েছেন। বিচারপতি বালাকৃষ্ণনের পরে দেশের দ্বিতীয় দলিত প্রধান বিচারপতি হচ্ছেন গাভাই।

আগামী ১৪ মে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিসাবে শপথ নেবেন গাভাই (Bhushan Ramkrishna Gavai)। তার আগের দিন অর্থাৎ ১৩ মে দায়িত্ব থেকে অব্যহতি নেবেন বিচারপতি সঞ্জীব খান্না। আবারও ৬ মাসের জন্য দেশের প্রধান বিচারপতি হবেন গাভাই। ২০২৫ সালের নভেম্বর মাসে তিনি অবসর নেবেন।

আরও পড়ুন- পূর্বপরিকল্পিত অশান্তি, এজেন্সির মাধ্যমে লোক ঢোকাচ্ছে বিজেপি: আক্রমণ মুখ্যমন্ত্রীর, নিশানা কংগ্রেসকেও

মহারাষ্ট্রের অমরাবতীতে পৈতৃক ভিটে গাভাইয়ের। ১৯৮৫ সালে ব্যারিস্টার রাজা ভোঁসলের অধীনে কাজ শুরু করেন। ১৯৮৭ থেকে ১৯৯০ সাল পর্যন্ত নিজে প্র্যাকটিস করেন। বম্বে হাইকোর্টের নাগপুর বেঞ্চেই মূলত মামলা থাকত তাঁর। পরবর্তীতে সহকারী সরকারি কৌঁসুলি এবং অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর হিসেবে নাগপুর বেঞ্চেই দায়িত্ব পান। ২০০৫ সালে বিচারপতি হন বম্বে হাইকোর্টের। ২০১৯ সালে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে নিযুক্ত হন।

Latest article