সংবাদদাতা, অন্ডাল : অন্ডাল ট্রাফিক গার্ড (traffic guard) থানার নতুন ভবনের মঙ্গলবার উদ্বোধন করেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের আধিকারিক সুনীলকুমার চৌধুরি। ছিলেন ডিসিপি ট্রাফিক ভিজে সতীশ পশুমরথী, এসিপি ট্রাফিক রাজকুমার মালাকার-সহ অন্যান্য পুলিশকর্তারা।সিপি সুনীলকুমার চৌধুরি বলেন, ‘২০১১ সালের পর অন্ডাল ট্রাফিক গার্ড থানা তৈরি হয় অন্ডাল মোড়ে একটি ছোট অফিসঘরে।ওই অফিস থেকেই এতদিন ট্রাফিক গার্ডের কাজকর্ম পরিচালিত হত। কিন্তু তাতে অসুবিধা হচ। সেই কথা ভেবেই থানার নতুন ভবন নির্মাণ করা হয়েছে।
আরও পড়ুন-ভারতসেরার ট্রফি নেবেন ক্রীড়ামন্ত্রী, ফেডারেশনকে চিঠি ইস্টবেঙ্গলের
এই নতুন ভবনে আধিকারিকদের আলাদা আলাদা বসার ঘর-সহ কর্মীদের কাজ করার সমস্ত সুযোগ-সুবিধা রয়েছে। ভাল কাজের জন্য ভাল পরিবেশ রয়েছে এই ভবনটিতে।’