হিন্দুদের বাড়িতে হামলা চালাচ্ছে আসলে বিজেপি, তোপ সাকেতের

অদ্ভুত দ্বিচারিতা!

Must read

প্রতিবেদন: অদ্ভুত দ্বিচারিতা! বাংলায় সাম্প্রদায়িকতার বিষপাষ্প ছড়াচ্ছে বিজেপি। অপপ্রচার চালিয়ে তারা উসকানি দিচ্ছে ঘৃণায়। অথচ হিন্দুদের ঘরবাড়িতে হামলা চালাচ্ছে সেই বিজেপি ক্যাডাররাই। ঘরছাড়া, এলাকাছাড়া করছে সাধারণ মানুষকে। বুধবার বিজেপির দিকে আঙুল তুলে সমাজমাধ্যমে সরাসরি এই অভিযোগ করেছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সাকেত গোখেল। আক্রান্তদের বক্তব্য তুলে ধরে সাকেত দেখিয়ে দিয়েছেন, আসল ঘটনাটা ঠিক কী।

আরও পড়ুন-দিল্লির লক্ষ্মীবাই কলেজ : অধ্যক্ষের অফিসেই লেপে দেওয়া হল গোবর

আক্রান্তদেরই বলতে দেখা গিয়েছে, আমাদের বাড়িতে আদৌ মুসলিমরা হামলা চালায়নি। আক্রমণ চালিয়েছে বিজেপি কর্মীরাই। এমন কথাও আক্রান্তদের বলতে শোনা যাচ্ছে, বিজেপি আমাদের উপরে হামলা চালিয়েছে কারণ, আমরা তৃণমূলকে ভোট দিই। কেন এমন ন্যক্কারজনক ভূমিকা বিজেপির? সাকেত গোখেলের ব্যাখ্যা, আসলে ২০২৬-এর বিধানসভা নির্বাচনে তাদের শোচনীয় পরিণতি আঁচ করে গভীর আতঙ্কে ভুগছে বিজেপি। নির্বাচন এবং গণতন্ত্রের লড়াইতে তাঁরা যে জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এঁটে উঠতে পারবে না, এ ব্যাপারে তারা নিশ্চিত। তাই গভীর হতাশা থেকেই পরিকল্পনামাফিক বাইরে থেকে দুষ্কৃতীদের নিয়ে এসে হিংসায় মদত জোগাচ্ছে।

Latest article