মুখ্যমন্ত্রীর উদ্যোগে কর্মসৃষ্টি , অভিনব কাজ স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের

বিভিন্ন এলাকা থেকে বর্জ্য প্লাস্টিক সংগ্রহ করে তা পুনর্ব্যবহারে বিশেষ পদ্ধতিতে তৈরি হচ্ছে ইট

Must read

আর্থিকা দত্ত, জলপাইগুড়ি: বিভিন্ন এলাকা থেকে বর্জ্য প্লাস্টিক সংগ্রহ করে তা পুনর্ব্যবহারে বিশেষ পদ্ধতিতে তৈরি হচ্ছে ইট। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মসৃষ্টি করার কথা মাথায় রেখে জলপাইগুড়ি জেলা পরিষদের উদ্যোগে ধূপগুড়ি মহকুমার ঝুমুরে কিষান মান্ডিতে শুরু হয়েছে প্লাস্টিকের ইট তৈরির কাজ। কারখানা থেকে শুরু করে মেশিনারি সমস্ত কিছুই তৈরি হয়েছে জেলা পরিষদের অর্থে। তবে পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে বেসরকারি এজেন্সিকে। ইতিমধ্যে সেখানে শুরু হয়েছে পরীক্ষামূলক ট্রায়াল। শহর কিংবা গ্রামাঞ্চলে যত্রতত্র ছড়িয়ে ছিটিয়ে থাকা প্লাস্টিক সংগ্রহ করে নিয়ে আসা হচ্ছে এই জায়গায়।

আরও পড়ুন-হিন্দুদের বাড়িতে হামলা চালাচ্ছে আসলে বিজেপি, তোপ সাকেতের

এরপর প্লাস্টিক বাছাই করে মেশিনের মাধ্যমে গুঁড়ো করা হচ্ছে, পর্যায়ক্রমে কয়েকটি মেশিনের সাহায্যে তৈরি হচ্ছে ইটের আদলে প্লাস্টিকের পেভার্স ব্লক। এই কাজে যুক্ত রয়েছে স্বনির্ভর গোষ্ঠীর কয়েকজন মহিলা। দৈনিক মজুরিতে তারা কাজ করছেন। যেহেতু বর্তমানে পরীক্ষামূলক কাজ চলছে সে জন্য লোকসংখ্যা কম রয়েছে, তবে এটি পুরোপুরিভাবে চালু হলে অনেক মানুষের কর্মসংস্থান হবে বলে আশাবাদী জেলা পরিষদ কর্তারা। প্লাস্টিক অপচনশীল বর্জ্য, এটি বর্তমানে বিশ্বব্যাপী উদ্বেগের বিষয়। বিভিন্ন জায়গায় ছড়িয়ে-ছিটিয়ে থাকা প্লাস্টিক দূষিত করছে পরিবেশকে। মাটিতে পড়ে থাকা প্লাস্টিক যেমন মাটি দূষণ করে এবং জলাশয়ে ফেলে দিলে তা জল দূষণের কারণ হয়, যার প্রভাব জলজ উদ্ভিদ এবং প্রাণীর উপর পড়ে। প্লাস্টিক বর্জ্য পুনর্ব্যবহারের জন্য এই বিশেষ উদ্যোগ নিয়েছে পশ্চিমবঙ্গ সরকারের জলপাইগুড়ি জেলা পরিষদ। এর ফলে একদিকে যেমন পরিবেশের দূষণ কিছুটা হলেও নিয়ন্ত্রণ হবে, পাশাপাশি আর্থিকভাবে সচ্ছল হবে এলাকার মহিলারা। কাজ পেয়ে খুশি এখানকার মহিলারা। স্বনির্ভর গোষ্ঠীর সদস্য তমালী রায় বলেন, একদিকে দিদি আমাদের লক্ষ্মী ভাণ্ডার দিচ্ছে অন্যদিকে আমাদের দিয়েছে এই কাজ। দুই জায়গা থেকে টাকা পেয়ে সচ্ছলভাবে চালাতে পারছি পরিবার, আমরা সত্যিই ধন্যবাদ জানাতে চাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। এই বিষয়ে জলপাইগুড়ি জেলা পরিষদের সহকারী সভাধিপতি সীমা চৌধুরী বলেন, খুব স্বল্পমূল্যে সাধারণ মানুষ ইট ক্রয় করতে পারবে, পাশাপাশি সরকারি রাস্তা তৈরির কাজেও ব্যবহার করা হতে পারে। শহরে জমে থাকা প্লাস্টিক নিয়ে আসা হচ্ছে যার ফলে একদিকে যেমন শহর পরিষ্কার থাকছে, তেমনি কর্মসংস্থান হচ্ছে। আগামী দিনে এই প্রজেক্ট আরও বড় আকারে করা হবে বহু মানুষের কর্মসংস্থান হবে।

Latest article