ডায়মন্ড হারবার পুলিশ জেলার ভূয়সী প্রশংসায় অভিষেক

Must read

প্রতিবেদন : শান্তি ও সম্প্রীতি বজায় রাখার জন্য ডায়মন্ড হারবার পুলিশ জেলার গোটা টিমকে প্রশংসায় ভরিয়ে দিলেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek banerjee)। বুধবার রাতে এক্স হ্যান্ডেলে অভিষেক লিখেছেন, সমাজরক্ষার ক্ষেত্রে আপনাদের ক্লান্তিহীন ও নিরলস প্রচেষ্টা শ্রদ্ধা ও সম্মানের দাবি রাখে। একইসঙ্গে শান্তিশৃঙ্খলা বজায় রাখার জন্য সব ধর্মের মানুষকে তিনি শুভেচ্ছা জানিয়েছেন। অভিষেক লিখেছেন, জেলা প্রশাসনের প্রতি আপনাদের আস্থা, ভরসা এবং ঐক্য বজায় রাখার জন্য আপনাদের প্রতিজ্ঞা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে শান্ত পরিবেশ রক্ষার ক্ষেত্রে। পোস্টের সঙ্গে একটি ভিডিও শেয়ার করেছেন ডায়মন্ড হারবারের সাংসদ (Abhishek banerjee)। সেই ভিডিওতে দেখা যাচ্ছে, ডায়মন্ড হারবার পুলিশ জেলার অ্যাডিশনাল পুলিশ সুপার (জোনাল) মিথুনকুমার দে ওয়াকফ আইন বিরোধী আন্দোলনকারীদের শান্তিপূর্ণ প্রতিবাদের আর্জি জানাচ্ছেন। তাঁদের প্রতিবাদে রাস্তাঘাটে সাধারণ মানুষকে যাতে কোনওরকম দুর্ভোগের মধ্যে না পড়তে হয়, সেই নিয়েই সচেতনতার বার্তা দিচ্ছেন ওই পুলিশ আধিকারিক।

আরও পড়ুন- চাপে কেন্দ্র, ওয়াকফ আইন স্থগিতের ইঙ্গিত

Latest article