প্যারোডি বিতর্কে কুণাল কামরাকে ‘রক্ষাকবচ’ বম্বে হাইকোর্টের

তাঁর বিরুদ্ধে একনাথ শিন্ডের সমর্থকরা তীব্র আক্রোশ দেখান। মহারাষ্ট্র ছাড়াও তামিল নাড়ুর একাধিক জায়গাতে তাঁর নামে মামলা দায়ের করা হয়।

Must read

কৌতুক অভিনেতা কুণাল কামরা (Kunal Kamra) তাঁর একটি শোতে একনাথ শিন্ডেকে নিয়ে বানানো প্যারোডিতে তাঁকে গদ্দার আখ্যা দিলে তাঁর নামে মামলা দায়ের করা হয় মুম্বইতে। গত বুধবার অর্থাৎ ১৬ এপ্রিল সেটারই শুনানি ছিল। এদিন বম্বে হাইকোর্ট রক্ষাকবচ দিল কুণালকে। এদিন অন্তর্বর্তীকালীন রক্ষাকবচ দিয়ে হাইকোর্টের তরফে বলা হয়েছে এই মামলায় কুণাল কামরাকে গ্রেফতার করার প্রয়োজন নেই। শুনানিতে বলা হয়েছে, আবেদনকারীকে অর্থাৎ কুণাল কামরাকে ততদিন পর্যন্ত গ্রেফতার করা যাবে না যতদিন এই কেসের চূড়ান্ত রায় না বেরোচ্ছে। সম্পূর্ণ ঘটনা বিচার করার পর দেখা গিয়েছে গ্রেফতারির কোনও প্রসঙ্গ নেই। কেসটি ভারতীয় আইনের ৩৫ এর ৩ ধারায় মামলা করা হয়েছে তাই গ্রেফতারি অপ্রাসঙ্গিক।

আরও পড়ুন-ছিঃ! যোগীরাজ্যে প্রতিবন্ধী দলিত কিশোরীকে ধ.র্ষণ

প্রসঙ্গত, আগে কুণাল কামরা মাদ্রাজ উচ্চ আদালতে জামিনের আবেদন করেছিলেন। সেখানেও তিনি ছাড় পেয়েছিলেন। এবার বম্বে হাইকোর্টের তরফেও তাঁকে একই সুরক্ষা কবচ দেওয়া হল। উল্লেখ্য, মার্চ মাসে একটি স্ট্যান্ড আপ কমেডি শোতে কুণাল কামরা শিব সেনা যে দুই ভাগে বিভক্ত সেই সংক্রান্ত বিষয়ে একনাথ শিন্ডেকে কটাক্ষ করে গদ্দার বলেন। এরপরেই তাঁর বিরুদ্ধে একনাথ শিন্ডের সমর্থকরা তীব্র আক্রোশ দেখান। মহারাষ্ট্র ছাড়াও তামিল নাড়ুর একাধিক জায়গাতে তাঁর নামে মামলা দায়ের করা হয়।

Latest article