সংবাদদাতা, আলিপুরদুয়ার : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee) উদ্যোগে তৈরি হয়েছে রাস্তা। আলিপুরদুয়ার এক নম্বর ব্লকের বনচোকামারিতে নতুন রাস্তার কাজ শুরু হতেই মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে তৃণমূলের বিশাল মিছিলে যোগ দিলেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয়দের দীর্ঘদিনের দাবিকে মান্যতা দিয়ে আলিপুরদুয়ার এক নম্বর ব্লকের বনচোকামারি গ্রাম পঞ্চায়েত এলাকায় পহেলা বৈশাখ শিলান্যাস হয়েছে প্রায় ১২ কিলোমিটার রাস্তার। এই রাস্তা নির্মাণে খরচ হবে প্রায় ১২ কোটি টাকা। দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় খুশিতে মিছিলে যোগ দেয় সাধারণ মানুষ। এই রাস্তার মাধ্যমে বনচোকামারি গ্রাম পঞ্চায়েতকে যেমন জেলা সদরের সাথে সংযুক্ত করা হচ্ছে, তেমনি অপর দিকে ৩১ নম্বর জাতীয় সড়কের নিমতি চৌপতি থেকে তপসিখাতা হয়ে কোচবিহার যাবার নতুন পথও খুলে যাচ্ছে। ১২ কিলোমিটার দীর্ঘ এই রাস্তাটি ৫.৫ মিটার পর্যন্ত প্রশস্ত করা হবে, যার ফলে এই অঞ্চলে যোগাযোগ ব্যবস্থা অনেকটাই উন্নত হবে। রাস্তাটি বনচোকামারির গরম সেতু থেকে শুরু হয়ে তপসি খাতা গ্রাম পঞ্চায়েতের কালজানি ঘাট হয়ে জয়বাংলা হাট পর্যন্ত নির্মিত হবে।
আরও পড়ুন- ইউনেস্কোর স্মৃতি তালিকায় গীতা, ভরতমুনির নাট্যশাস্ত্র