বিচারব্যবস্থার প্রতি তীব্র কটাক্ষ কেন্দ্রীয় মন্ত্রীর

ওয়াকফ বিলকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে মামলার বিষয়ে বিচারব্যবস্থাকে লক্ষ্য করে রীতিমতো হুঁশিয়ারি দিলেন রিজিজু

Must read

প্রতিবেদন: জগদীপ ধনকড়ের পর এবার এক্তিয়ার ছাড়ালেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু। কটাক্ষ করলেন দেশের বিচারব্যবস্থাকেই। ওয়াকফ বিলকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে মামলার বিষয়ে বিচারব্যবস্থাকে লক্ষ্য করে রীতিমতো হুঁশিয়ারি দিলেন রিজিজু। এর আগে শীর্ষ আদালতের প্রতি অসম্মানজনক মন্তব্য করে তীব্র সমালোচনার মুখে পড়েন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়। তাঁকে তীব্র ভাষায় আক্রমণ করেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এবার আরও একধাপ এগিয়ে শীর্ষ আদালতের প্রতি আপত্তিকর মন্তব্য কেন্দ্রীয় মন্ত্রীর। স্বাভাবিকভাবেই ঝড় উঠেছে সমালোচনার।

আরও পড়ুন-বিজেপিকে চরম হুঁশিয়ারি সংঘের

সম্প্রতি একটি টিভি চ্যানেলে সাক্ষাৎকারে কেন্দ্রীয় মন্ত্রী রিজিজু কোনও রাখঢাক না রেখে বিচারব্যবস্থার উদ্দেশ্য চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে মন্তব্য করেছেন, সংসদ এবং সরকারের বিষয়ে সুপ্রিম কোর্ট কোনওরকম হস্তক্ষেপ না করলেই ভাল হয়। রিজিজু বিচারব্যবস্থার দিকে প্রশ্ন ছুঁড়ে দিয়ে বলেন, যদি সরকার তাদের কাজে হস্তক্ষেপ করে তাহলে কি সেটা ভাল দেখাবে? বিচারব্যবস্থা ও সরকারকে একে অপরের প্রতি সম্মান জানাতে হবে। সরকার এবং বিচারব্যবস্থার অধিকার অক্ষুণ্ণ রেখে একে অপরের অধিকারের ক্ষেত্রে নাক না গলানোই সঠিক পদ্ধতি হওয়া উচিত। রিজিজুর সাফাই, ওয়াকফ সংশোধনী বিল সংক্রান্ত যুগ্ম সংসদীয় কমিটিতে এই বিলের সর্বাধিক স্ক্রুটিনি করা হয়েছে। জেপিসির সবথেকে বেশি বৈঠক হয়েছে। বিরোধীরা কিন্তু বারবার অভিযোগ করেছে, তাদের কথা শুনছেই না সরকার। ইতিমধ্যেই সুপ্রিম কোর্ট বৃহস্পতিবার ওয়াকফ আইনকে চ্যালেঞ্জ জানিয়ে ৭২টি মামলার শুনানির সময় প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার নেতৃত্বাধীন বেঞ্চ জানিয়ে দিয়েছে ওয়াকফ বাই ইউজার চিহ্নিত সম্পত্তিগুলির চরিত্র বদল করা যাবে না। এর পাশাপাশি শীর্ষ আদালত এদিন জানিয়ে দেয়, বিভিন্ন রাজ্যের ওয়াকফ বোর্ড বা ওয়াকফ কাউন্সিলের কোনও নিয়োগ করা যাবে না। সবমিলিয়ে ব্যাকফুটে কেন্দ্র।

Latest article