প্রতিবেদন : বিধায়কদের চশমার বিল নিয়ে বারবার তৈরি হওয়া বিতর্কের অবসান ঘটাতে সর্বোচ্চ প্রাপ্য টাকার অঙ্ক বেঁধে দিল বিধানসভা (Bidhansabha)। শুক্রবার বিধানসভার পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, এবার থেকে বিধায়কদের চশমা বানাতে হবে ৫ হাজার টাকার মধ্যে। অনেকেই নিজের ইচ্ছে মতো বিপুল টাকার চশমা বানিয়ে সেই বিল জমা করেন বিধানসভায়। এবার থেকে তা আর হবে না। সেই সুযোগ পাবেন না তাঁরা। ৫ হাজার টাকা পর্যন্ত চশমার জন্য বরাদ্দ করা হয়েছে।
আরও পড়ুন-ভুয়ো ভোটার শনাক্তকরণে চালু হয়ে গেল নয়া অ্যাপ
চিকিৎসা সংক্রান্ত টাকা পেয়ে থাকেন বিধায়করা। কিন্তু মাঝে-মধ্যেই সেই খাতে লক্ষ টাকা চিকিৎসার বিল জমা করেন বিধায়করা। বিধানসভার স্পিকার সেইসব বিল খুঁটিয়ে দেখে বিধায়ক ও বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষকে জিজ্ঞাসাবাদও করেন তিনি। তারপরেই স্পিকার জানিয়েছেন, একজন বিধায়ক সর্বাধিক দৈনিক ৮ হাজার মূল্যের বেড ভাড়া এবং চশমার জন্য পাঁচ হাজার টাকা পাবেন। এর থেকে বেশি পাবেন না। বাম আমলেও বিধায়কদের চশমার দাম নিয়ে সমস্যার সৃষ্টি হয়েছিল। এবার শক্ত হাতে লাগাম টানার ব্যবস্থা করল বিধানসভা।