ইস্টবেঙ্গলের ভারতসেরার ট্রফি নিয়ে তোপ ক্রীড়ামন্ত্রীর

ইন্ডিয়ান উইমেন্স লিগে (আইডব্লুএল) চ্যাম্পিয়নের ট্রফিটা শেষ ম্যাচে গোকুলামকে হারিয়েই হাতে তুললেন ইস্টবেঙ্গলের মেয়েরা।

Must read

প্রতিবেদন : ইন্ডিয়ান উইমেন্স লিগে (আইডব্লুএল) চ্যাম্পিয়নের ট্রফিটা শেষ ম্যাচে গোকুলামকে হারিয়েই হাতে তুললেন ইস্টবেঙ্গলের মেয়েরা। এক ম্যাচ হাতে রেখেই ভারতসেরার শিরোপা জিতে নিয়েছিল ইস্টবেঙ্গল। শুক্রবার বিকেলে নিজেদের মাঠে সমর্থকদের সামনে কেরলের দলকে ৩-০ গোলে হারিয়ে উৎসবে মাতল লাল-হলুদের মহিলা ব্রিগেড। ম্যাচ শেষে ইস্টবেঙ্গল কোচ ও অধিনায়ককে সঙ্গে নিয়ে চ্যাম্পিয়নের ট্রফি গ্রহণ করেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের তরফে ট্রফি তুলে দেন জাতীয় দলের ডিরেক্টর সুব্রত পাল। ইস্টবেঙ্গলের ভারতসেরার ট্রফি নিয়ে ফুটবলে গৈরিকীকরণের বিরুদ্ধে সরব হন রাজ্যের ক্রীড়ামন্ত্রী।

আরও পড়ুন-ভুয়ো ভোটার শনাক্তকরণে চালু হয়ে গেল নয়া অ্যাপ

ফেডারেশনের বিরুদ্ধে তোপ দেগে ক্রীড়ামন্ত্রী বলেন, ‘‘ফুটবলটা বাংলার ছেলেমেয়েরা মনপ্রাণ দিয়ে খেলে। মোহনবাগান, ইস্টবেঙ্গল, মহামেডান ফুটবলের জন্য সব কিছু করতে পারে। কিন্তু আজকাল আমরা দেখছি, ফুটবলেও গৈরিকীকরণ চালু হয়ে গিয়েছে। আইএসএল ফাইনাল হচ্ছে। অথচ সেখানে ক্রীড়ামন্ত্রীকে ডাকা হবে না। আজ মেয়েদের ফুটবল হল। রাজ্যের ক্রীড়ামন্ত্রী মাঠে। তাঁকে ডাকা হল না। এই গৈরিকীকরণ আমরা চাই না। আমরা চাই ফুটবলের উন্নতি হোক। গর্ব করে সবাই বলুক বাংলাই ভারতসেরা। এটার জন্যই আমাদের সরকার। মুখ্যমন্ত্রী এত কিছু করছেন। ৭৮টা স্টেডিয়াম করে দিয়েছেন। যারা কিছুই করেনি তারা শুধু আমরা-ওরা করছে। এটা ভাল চোখে আমরা দেখছি না।

আরও পড়ুন-আজ ড্র করলেই চ্যাম্পিয়ন ডায়মন্ড হারবার

ক্রীড়ামন্ত্রী আরও বলেন, ‘‘ইস্টবেঙ্গল নয়, বাংলা মেয়েদের ফুটবলে ভারতসেরা হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় চেয়েছেন, বাংলা খেলাধুলা-সহ সর্বক্ষেত্রে এক নম্বর হোক। আমরা সন্তোষ ট্রফি জিতেছি, ডায়মন্ড হারবার আই লিগে উঠল, মোহনবাগান আইএসএলে দ্বিমুকুট জিতেছে। ইস্টবেঙ্গলের মেয়েরাও ভারতসেরা। ফুটবলে বাংলা যে সেরা, সেটা আবার প্রমাণিত। এই সাফল্যের জন্য কাউকে যদি কৃতজ্ঞতা জানাতে হয়, তাহলে সেটা মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। তিনিই প্রথম আইএফএ-র মাধ্যমে কন্যাশ্রী কাপ চালু করেন। সেখান থেকেই মেয়েরা উঠে এসেছে। তারই ফল ইস্টবেঙ্গলের ভারতসেরা হওয়া।’’ এদিন ক্রীড়ামন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন আইএফএ সভাপতি অজিত বন্দ্যোপাধ্যায়, সচিব অনির্বাণ দত্ত। গ্যালারিতে ছিলেন প্রচুর সমর্থক, স্কুলের ছাত্রছাত্রী এবং সমবেত ঢাকের বোল।

Latest article