পূর্ব বর্ধমানের কালনার বাসিন্দা সায়নী দাসের (Sayani Das) মুকুটে নয়া পালক। এশিয়ার প্রথম মহিলা সাঁতারু হিসেবে ষষ্ঠ সিন্ধু জয় করলেন তিনি। নর্থ চ্যানেল, ইংলিশ চ্যানেল, ক্যাটালিনা চ্যানেল, মলোকাই ও কুক প্রণালীর পর এবার জিব্রাল্টার প্রণালী-৬টি চ্যানেল জয়ের নজির গড়লেন সায়নী। এই জয়ের পর সায়নী জানান, “আরও একবার জয় পেয়ে খুব ভালো লাগছে। দেশের জাতীয় পতাকাকে বিশ্বের মঞ্চে তুলে ধরতে পেরে গর্ব অনুভব করছি।”
২৬ বছর বয়সি এই বঙ্গতনয়া মাত্র ৩ ঘণ্টা ৫১ মিনিটে ১৫.২ কিলোমিটার জিব্রাল্টার প্রণালী অতিক্রম করে ফেলেন। পূর্বে ভূমধ্যসাগর আর পশ্চিমে আটলান্টিক মহাসাগরের সঙ্গে সংযোগ গড়ে দিয়েছে এই সমুদ্র প্রণালী। দেশ হিসেবে মরক্কো ও স্পেনকে পৃথক করেছে জিব্রাল্টর। সাত সাগর জয়ের লক্ষ্য নিয়ে এগোনো সায়নী আর মাত্র একটি চ্যানেল দূরে। জাপানের সুগারু জয় করতে পারলে সপ্তসিন্ধু জয়ের স্বপ্ন পূর্ণ হবে সায়নীর।
আরও পড়ুন- বিজেপি ঘর কাড়ে, মুখ্যমন্ত্রী নিশ্চিত করেন বাংলার বাড়ি
ভারতীয় সময় শুক্রবার রাতে জিব্রাল্টার জয়ের খবর আসতেই সাতারু সায়নীকে অভিনন্দন জানিয়েছেন ক্রীড়াপ্রেমীরা। ২০১৭ সালে ইংলিশ চ্যানেল জয় দিয়েই যাত্রা শুরু তাঁর। জিব্রাল্টার প্রণালী জয়ের পরেই বাবা ও কোচ রাধেশ্যাম দাস জানান, “সায়নীকে (Sayani Das) এই চ্যানেল জয়ে গুরুত্বপূর্ণ টিপস দিয়েছেন জাতীয় কোচ তপন কুমার পাণিগ্রাহী।”