প্রতিবেদন : বিজেপি ধর্মের নামে রাজনীতি করে, আবার মন্দিরও গুঁড়িয়ে দেয়! দ্বিচারী বিজেপির সেই মুখোশ খসে পড়ল। মুম্বইয়ে জৈন মন্দির ভাঙার ঘটনায় বিজেপির দ্বিচারিতা ও আসল রূপ সামনে এনে দিল গণবিক্ষোভ। সেই ভিডিও প্রকাশ করে গর্জে উঠল তৃণমূল। সমাজ মাধ্যমে পোস্ট করে তৃণমূল জানায়, ভারতের সহিষ্ণুতা, সংস্কৃতি ও ধর্মীয় ভাবাবেগকে পিষে ফেলাই বিজেপির নীতি। মুম্বইয়ে জৈন মন্দির ভাঙা তার জ্বলন্ত উদাহরণ। তারপর গণবিক্ষোভই বিজেপির দুর্নীতিগ্রস্ত ও জনবিচ্ছিন্ন শাসনের শেষ ঘণ্টা বাজিয়ে দেবে শীঘ্রই।
আরও পড়ুন-গৌরবের কাহিনি বার্তা অভিষেকের
তৃণমূল ক্যাপশনে লিখেছে, এটা শুধু একটি মন্দির ভাঙা নয়, এটি একটি সম্প্রদায়ের আত্মমর্যাদা ও বিশ্বাসে প্রকাশ্য আঘাত। বিজেপি এমন একটা দল যে একদিকে ধর্মের একতা নিয়ে বুলি আওড়ায়, অপরদিকে তারাই ধর্মের উপাসনাস্থল গুঁড়িয়ে দেয়। এটাই এদের দ্বিচারিতা, এটাই এদের আসল রূপ। আবারও প্রমাণ হল, বিজেপির সহিষ্ণুতা শুধুই ভণ্ডামি। বিজেপির এই হিংস্রতা ভারতের বহুত্ববাদী সংস্কৃতিকে ধ্বংস করার ষড়যন্ত্র মাত্র। দেশের মানুষ এর জবাব দিতে প্রস্তুত। মুম্বইয়ে যে গণবিক্ষোভ তৈরি হয়েছে, তা সারা দেশে বিজেপিকে উৎখাত করবে। বিজেপি সরকার দেশজুড়ে শান্তিপ্রিয় সংখ্যালঘু সম্প্রদায়গুলিতে পরিকল্পিতভাবে লক্ষ্যবস্তু করছে। ভয়, নিরাপত্তাহীনতা ও অনিশ্চয়তা পরিবেশ তৈরি করছে দেশে।