ভুয়ো ভোটার নিয়ে কর্মীদের সতর্ক করলেন সাংসদ বাপি

যার মধ্যে প্রায় ৩ লক্ষ নতুন ভোটারকে ইতিমধ্যেই চিহ্নিত করা হয়েছে যাঁরা কীভাবে সংযুক্ত হলেন তা স্পষ্ট নয়। প্রশ্ন হল, এরা কারা?

Must read

সংবাদদাতা, রায়দিঘি : দিল্লি, মহারাষ্ট্রের মতোই নির্বাচন কমিশনকে সঙ্গে নিয়ে বাংলায় ভুয়ো ভোটার ঢোকাচ্ছে বিজেপি। এমনই অভিযোগ করলেন সুন্দরবন জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি তথা মন্দির বাজারের বিধায়ক জয়দেব হালদার ও সাংসদ বাপি হালদার। শুক্রবার মন্দির বাজার তৃণমূল কংগ্রেস পার্টি অফিসে বাংলার ভোটরক্ষা কর্মসূচি নিয়ে এক সাংবাদিক সম্মেলন করেন মথুরাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ বাপি হালদার। সেই সাংবাদিক সম্মেলনে এমনই অভিযোগ করেন মন্দির বাজারের বিধায়ক তথা সুন্দরবন জেলা তৃণমূল সভাপতি। সাংসদ জানান, সুন্দরবন তৃণমূল কংগ্রেস সাংগঠনিক জেলায় প্রায় ৩৭ লক্ষ ভোটার রয়েছে। যার মধ্যে প্রায় ৩ লক্ষ নতুন ভোটারকে ইতিমধ্যেই চিহ্নিত করা হয়েছে যাঁরা কীভাবে সংযুক্ত হলেন তা স্পষ্ট নয়। প্রশ্ন হল, এরা কারা?

আরও পড়ুন-উজানযাত্রা থেকে ৪০৪৩ : দুই হুজুরের গপ্পোয় দুই সাহিত্যিকের প্রথম উপন্যাসের সাতকাহন

পাশাপাশি যাঁরা বাদ পড়েছেন, তাঁরাই বা কেন বাদ গেলেন এসব খতিয়ে দেখা হবে। তাই এবার থেকে তৃণমূল কংগ্রেস কর্মীরা ভোটার তালিকা নিয়ে বাড়ি বাড়ি গিয়ে স্ক্রুটিনি করবেন। এভাবে একদিকে যেমন ভুয়ো ভোটারদের চিহ্নিত করা যাবে, তেমনি প্রকৃত ভোটার যেন কোনওভাবে বাদ না পড়েন সে বিষয়েও নজর রাখা হবে। এই স্ক্রুটিনির সমস্ত তথ্য ‘দিদির দূত’ পোর্টালে আপলোড করা হবে। বিধানসভা কেন্দ্রের প্রতিটি বুথ ধরে ধরে একটি কমিটি গোটা কাজটি করবে। কাজটি চলবে ছাব্বিশের নির্বাচনের আগে পর্যন্ত। এদিনের সভায় উপস্থিত ছিলেন মথরাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ বাপি হালদার, মন্দিরবাজারের বিধায়ক জয়দেব হালদার, কুলপির বিধায়ক যোগরঞ্জন হালদার, কাকদ্বীপের বিধায়ক মন্টুরাম পাখিরা, রায়দিঘির বিধায়ক অলোক জলদাতা, দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের সভাধিপতি নীলিমা বিশাল মিস্ত্রি, তৃণমূল কংগ্রেসের জেলা সভানেত্রী পূর্ণিমা হাজারি, বিধায়ক বিশ্বনাথ দাস, সুব্রত মণ্ডল।

Latest article