দিনের কবিতা

মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কবিতাবিতান থেকে একেকদিন এক-একটি কবিতা নির্বাচন করে ছাপা হবে দিনের কবিতা।

Must read

‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কবিতাবিতান থেকে একেকদিন এক-একটি কবিতা নির্বাচন করে ছাপা হবে দিনের কবিতা। সমকালীন দিনে যার জন্ম, চিরদিনের জন্য যার যাত্রা, তা-ই আমাদের দিনের কবিতা।

আরও পড়ুন-সুন্দর হাসির জন্য

সুকনা

শান্ত ধরা,
প্রকৃতি ভরা।

নদী-পাহাড়-জঙ্গল,
সবই প্রকৃতি-মঙ্গল।

সুকনার রাস্তা ধরে এগিয়ে,
চললাম জঙ্গল ছুঁয়ে।

সারি সারি সবুজের মেলা,
মায়াবী সবুজ খেলছে খেলা।

কিচিরমিচির পাখির ডাক,
যেন বলছে, থাক থাক।

দু’ধারে ময়ূর পেখম তুলে,
ডাকছে যেন হৃদয় জুড়ে।

বানর সেনারা গাছের তলে,
জংলি লিচু গাছে ঝোলে।

মাঝে মাঝে জঙ্গলের ফল,
আর আছে সাথে তিস্তার জল।

কোথাও কোথাও চাঁপা ফুলের গন্ধ,
বন-পাহাড়ি জুরে রঙের ছন্দ।

বর্ষা-তিথিতে বনের মাঝারে,
‘বর্ষণ’-এর কথা খুব মনে পড়ে

বনাঞ্জলির বনবর্ষায়,
জঙ্গলে এলাম প্রাণের ছোঁয়ায়।

চলছি এখন নদীর পথে,
তৃষ্ণার্ত চোখে তাকে দেখতে।

পৌঁছে গেলাম নদীর টানে,
জল ছোঁয়ালাম শরীর পানে।

মনে হয় শরীরটা হলো শান্ত,
নদীর জল কত পবিত্র।

নুড়ি-পাথরের মেলায়,
জলস্রোতের অবিকল ধারায়।

মনমন্দিরের সুন্দরী ভেলায়,
প্রণাম জানাই প্রকৃতি তোমায়।

ফিরে এলাম আবার প্রকৃতি ছেড়ে,
চা-বাগানের পথগুলি ধরে।

বনকর্মীদের সাক্ষাৎ ঘিরে,
ধন্য হলাম গ্রামের তীরে।

মন চাইছিল না, তবু ফিরে এলাম
তিস্তা মা, আবার আসবো, বলে গেলাম।

Latest article