জয়পুর, ১৯ এপ্রিল : আবেশ খানের নিখুঁত ও নিয়ন্ত্রিত বোলিংয়ের কাছে হেরে গেল রাজস্থান রয়্যালস। জেতার জন্য তুলতে হত ১৮১ রান। আশা জাগিয়ে শুরু করেও রাজস্থান আটকে গেল ১৭৮/৫-এ। আবেশ তিনটি উইকেট নিয়েছেন। লখনউ জিতেছে ২ রানে।
শনিবার লখনউ আর রাজস্থান যখন সোয়াই মান সিং স্টেডিয়ামে মুখোমুখি হল, তখন পয়েন্ট টেবলে পাঁচ আর আটে ছিল দু’দল। লখনউ তাও একটা জায়গায় থাকলেও রাজস্থান এবার প্রথম থেকেই চাপে।। ভাঙা পা নিয়ে দ্রাবিড় তাদের এগিয়ে নিয়ে যেতে ব্যর্থ। এই ম্যাচের আগে ৭ ম্যাচে ৪ পয়েন্ট ছিল সঞ্জু স্যামসনদের। লখনউ এদিন আগে ব্যাট নিয়েছিল। কিন্তু শুরুটা ভাল হয়নি। ১৬ রানে মিচেল মার্শ (৪) আউট হয়ে যান জোফ্রা আর্চারের বলে। ৪৬ রানে সন্দীপ শর্মার শিকার হন নিকোলাস পুরান (১১)। কিন্তু সবথেকে বড় ধাক্কা ছিল অধিনায়ক ঋষভ পন্থের (৩) আউট হওয়া। তিনি জুরেলের হাতে ক্যাচ দেন ওয়েনিন্দু হাসরাঙ্গার বলে। লখনউ তখন ৭.৪ ওভারে ৫৪/৩। এরপর অবশ্য মার্করাম (৬৬) আর বাদোনির (৫০) জুটিতে পরিস্থিতি সামলে নিয়েছিল ঋষভের দল। তবে ৭৬ রান যোগ করে ফিরে যান মার্করাম। লখনউ শেষপর্যন্ত সামাদের ১০ বলে ৩০ নট আউটের সুবাদে ১৮০/৫ করেছে। শেষ ওভারে সন্দীপ শর্মা দেন ২৭ রান।
আরও পড়ুন-মূর্তির ঘাড়ে চেপে বিজেপির মুম্বইয়ে ভাঙা হল জৈন মন্দির
পাঁজরে চোটের জন্য সঞ্জু খেলেননি। তাঁকে টিম হাডলেও দেখা যায়নি। জল্পনা চলছে কোচ দ্রাবিড়ের সঙ্গে ঝামেলার জেরে এই সিদ্ধান্ত কি না। দ্রাবিড় অবশ্য আগেই এই জল্পনা উড়িয়ে দিয়েছিলেন। তবে সঞ্জু না খেলায় তার প্রভাব পড়েছে ব্যাটিংয়ে। যশস্বী জয়সওয়াল (৭৪) রান করলেও শুরুতে নজর কেড়ে নিয়েছে তেরো বছর কয়েক মাসের বৈভব সূর্যবংশী। এত বড় মঞ্চে প্রথমবার নেমে বিহারের কিশোর ২০ বলে ৩৪ রান করেছে। দুটি চার, তিনটি ছক্কা। এরপর রিয়ান পরাগের ৩৯ রাজস্থানকে জয়ের কাছে নিয়ে গেলেও আশায় জল ঢেলে দিয়েছেন আবেশ । শেষ ওভারে দারুণ বল করেন তিনি। ৩৭ রানে ৩ উইকেট নিয়ে আবেশই লখনউয়ের জয়ের নায়ক।