প্রতিবেদন : কলকাতা পুলিশকে না জানিয়েই শহর থেকে ব্যবসায়ীকে তুলে ‘চম্পট’! তেলেঙ্গানা পুলিশের পরিচয়ে ‘গ্রেফতার’ বলে দাবি। কিন্তু ব্যবসায়ীর বন্ধুদের তরফে ‘অপহরণ’-এর অভিযোগে তেলেঙ্গানা পুলিশকে চিঠি পাঠাল লালবাজার। ‘গ্রেফতার’-এর সঙ্গে যুক্ত পুলিশ আধিকারিকদেরও ডেকে পাঠানো হয়েছে। ঘটনা গত বুধবারের। হাওড়ার ব্যবসায়ী যশবিন্দর সিং কয়েকজন বন্ধুকে নিয়ে ক্যামাক স্ট্রিটের একটি হোটেলে ঘর ভাড়া নেন। কিছুক্ষণ পরই কয়েকজন ব্যক্তি এসে নিজেদের তেলেঙ্গানা পুলিশ বলে দাবি করে। তারপর ব্যবসায়ীকে জোর করে হোটেল থেকে বের করে গাড়িতে তুলে সোজা বিমানবন্দর চলে যায়। সেখান থেকে বিমানে হায়দরাবাদ।
আরও পড়ুন-যশস্বীকে থামিয়ে জেতালেন আবেশ
কিন্তু এই ‘গ্রেফতারি’ নিয়ে শেক্সপিয়র সরণি থানা কিংবা কলকাতা পুলিশকে কিছুই জানানো হয়নি। এমনকী, কলকাতার কোনও আদালতেও ওই ব্যক্তিকে পেশ করা হয়নি। ব্যবসায়ীর বন্ধুদের তরফে অভিযোগ পেয়ে সংশ্লিষ্ট হোটেলের সিসি ফুটেজ খতিয়ে দেখে তেলেঙ্গানা পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয়। কিন্তু বৃহস্পতিবার রাতে কলকাতা পুলিশকে মেসেজ করে শুধু জানানো হয়, কলকাতা থেকে একজনকে ধরা হয়েছে। ব্যস। জানা গিয়েছে, তেলেঙ্গানার গোলকোন্ডা থানার পুলিশ কোনও প্রোটোকল না মেনেই যশবিন্দরকে ধরে নিয়ে গিয়েছে। ফলে অভিযোগের ভিত্তিতে অপহরণের মামলা শুরু হয়েছে। শেক্সপিয়র সরণি থানার তরফে গোলকোন্ডা থানায় নোটিশ পাঠিয়ে জানতে ঘটনার ব্যাখ্যা চাওয়া হয়েছে।