প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত জম্মু-কাশ্মীর, মৃত তিন

আজ, রবিবার সকালে বৃষ্টির পরিমাণ অনেকটাই বাড়ে। ধর্মকুন্ড গ্রামের একটি খালের জল বিপজ্জনক মাত্রায় পৌঁছয় আর হঠাৎ হড়পা বান তৈরী হয়।

Must read

রবিবার জম্মু-কাশ্মীরের (Jammu Kashmir) রামবানে একদিকে ভারী বৃষ্টি আর অন্যদিকে আচমকা হড়পা বান আর তার ফলেই রামবানের ধর্মকুন্ড গ্রামে মৃত্যু হয়েছে তিন জনের। নিখোঁজ একজন। এদিনের দুর্যোগে বহু বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। গত দু’দিন ধরে জম্মু-কাশ্মীরের বেশ কয়েকটি অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টি চলছেই। স্বাভাবিক জনজীবন একপ্রকার বিপর্যস্ত। বৃষ্টির পাশাপাশি বহু জায়গায় ধস নেমেছে। ধসপ্রবণ এলাকাগুলি থেকে বাসিন্দাদের সরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে। চন্দ্রভাগা নদীর জলস্তর বেড়ে গিয়েছে অনেকটাই তাই নিচু এলাকাগুলি বানভাসি হওয়ার আশঙ্কা তৈরী হয়েছে।

আরও পড়ুন-যোগীর উত্তরপ্রদেশ চলন্ত গাড়িতে বোনের সামনে খুন তরুণী

আজ, রবিবার সকালে বৃষ্টির পরিমাণ অনেকটাই বাড়ে। ধর্মকুন্ড গ্রামের একটি খালের জল বিপজ্জনক মাত্রায় পৌঁছয় আর হঠাৎ হড়পা বান তৈরী হয়। গ্রামবাসীরা আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে অনেকেই উঁচু জায়গায় আশ্রয় নিয়েছেন। জলের তোড়ে বহু বাড়ি ভেসে যায়। বহু গ্রামবাসী আটকে পড়েন। ৯০-১০০ জনকে উদ্ধার করা হয়েছে। বাকিদের উদ্ধারের কাজ চলছে। তবে তিনজনের মৃত্যুর খবর সামনে এসেছে। সবমিলিয়ে এই দুর্যোগের জেরে জম্মু-কাশ্মীরে পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠেছে। রামবান শহরে শিলাবৃষ্টি, ঝোড়ো হাওয়া এখনও চলছে, বহু জায়গায় ধস নেমেছে। পরিস্থিতি ক্রমশ আরও ঘোরালো হয়ে উঠেছে। ইতিমধ্যেই জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়েছে।

Latest article