প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নতুন রাস্তা পেল সন্দেশখালি

মানুষের চাহিদাকে মাথায় রেখে প্রায় সাড়ে তিন কোটি টাকারও বেশি খরচে তৈরি রাস্তার উদ্বোধন হল উত্তর ২৪ পরগনার সন্দেশখালিতে।

Must read

সংবাদদাতা, সন্দেশখালি : প্রতিশ্রুতি পূরণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মানুষের চাহিদাকে মাথায় রেখে প্রায় সাড়ে তিন কোটি টাকারও বেশি খরচে তৈরি রাস্তার উদ্বোধন হল উত্তর ২৪ পরগনার সন্দেশখালিতে। রাস্তা উদ্বোধনে খুশির জোয়ার সন্দেশখালি জুড়ে। মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাতে ভুললেন না স্থানীয় বাসিন্দারা। কিছুদিন আগে বিজেপির চক্রান্তে উত্তপ্ত হয়েছিল সন্দেশখালির মাটি। তারপর একে এক চক্রান্তের মুখোশ খুলে দিয়েছিল তৃণমূল।

আরও পড়ুন-বাংলার দুই কৃতীকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

লোকসভা নির্বাচনে বিজেপির চক্রান্তের যোগ্য জবাব দিয়েছিল সন্দেশখালির মানুষ। তবে বিরোধীরা যতই কুৎসা ও অপপ্রচার চালাক না কেন, মানুষের স্বার্থে রাজ্যের মুখ্যমন্ত্রী সন্দেশখালির উন্নয়ন জারি রেখেছেন। তারই প্রতিফলন দেখা গেল শনিবার। সন্দেশখালি ১ ব্লকের ন্যা জাট-২ গ্রাম পঞ্চায়েতের মেটিয়াখালি থেকে ন্যা জাট বাজার পর্যন্ত প্রায় ৩.৫ কিমি রাস্তার উদ্বোধন করলেন উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী। উদ্বোধনের পর তিনি জানান, বাংলা গ্রাম সড়ক যোজনায় এই রাস্তার জন্য ব্যয় হবে ৩ কোটি ৫৫ লক্ষ টাকা। মানবিক মুখ্যমন্ত্রী সুন্দরবন এলাকার উন্নয়নে জোর দিতে বলেছেন। ফলে সন্দেশখালি-সহ সুন্দরবন এলাকার নানা উন্নয়নের কাজ শুরু হয়েছে। রাস্তা, ড্রেন, জেটিঘাট-সহ বিভিন্ন উন্নয়নের কাজ চলছে বলেও জানান জেলা সভাধিপতি।

Latest article