প্রতিবেদন : প্রতিদিনের মতো রবিবার সকালে বাড়ির সামনে কাজ করছিলেন। হঠাৎ করে দুটি বাইসনকে তেড়ে আসতে দেখেন বৃদ্ধা। ছুটে প্রাণ বাঁচানোর চেষ্টা করেও শেষরক্ষা হয়নি। দুই বাইসন মিলে শিং দিয়ে আছাড় মারে ওই বৃদ্ধাকে। গুরুতর জখম হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়। জলপাইগুড়ির রায়পুরের ঘটনা। মৃতের নাম দেওমণি বরাইক। এদিকে ওই বৃদ্ধাকে মারার পর ঘাতক বাইসন দুটি চা-বাগানের মধ্যে ঢুকে পড়ে। বাগানের মধ্যে ছিলেন শাহজাহান নায়েক নামে বাগানেরই এক বাসিন্দা। বাইসন তাঁর উপরেও হামলা চালায়।
আরও পড়ুন-দিনের কবিতা
বাইসনের হামলায় জখম হয়েছেন রংধামালি এলাকার বাসিন্দা আরও এক ব্যক্তি। স্থানীয়রা জখমদের উদ্ধার করে জলপাইগুড়ি মেডিক্যাল কলেজের সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। খবর পেয়ে দ্রুত এলাকায় পৌঁছয় পুলিশ ও বন দফতর। বাগানের মধ্যেই বাইসন দুটি রয়েছে। ওই জায়গাটি ঘিরে রাখা হয়েছে। ঘুমপাড়ানি গুলি করে ওই বাইসন দুটিকে কাবু করার চেষ্টা চলছে। জখম দুই ব্যক্তিকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে জলপাইগুড়ি মেডিক্যাল কলেজের সুপার স্পেশালিটি হাসপাতালে। খবর দেওয়া হয় পুলিশ ও বন দফতরে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছন বন দফতরের কর্মীরা। ঘুমপাড়ানি গুলি করে কাবু করা হয় উন্মত্ত দুটি বাইসনকে। তবে তার মধ্যে একটি বাইসনের অবস্থা আশঙ্কাজনক।