রাজস্থানে দলিত যুবকের গায়ে প্রস্রাব মদ্যপদের

বিজেপি রাজ্যগুলিতে অব্যাহত দলিত নির্যাতন।

Must read

প্রতিবেদন: বিজেপি রাজ্যগুলিতে অব্যাহত দলিত নির্যাতন। এবারের ঘটনা গেরুয়া শাসিত রাজস্থানে। বাসস্ট্যান্ডে ডেকে নিয়ে গিয়ে এক যুবককে ব্যাপক দৈহিক নির্যাতন করে তাঁর গায়ে প্রসাব করে দিল দুই মদ্যপ। এখানেই শেষ নয়, যৌনহেনস্থাও করা হয় যুবকটিকে। এই ন্যক্কারজনক ঘটনাটি ক্যামেরাবন্দি করতেও হাত কাঁপল না অভিযুক্তদের।

আরও পড়ুন-স্পেশাল ২৬ কায়দায় লুঠ, ধরল সেই পুলিশই

নির্যাতিত যুবককে তাদের হুঁশিয়ারি, কাউকে জানালে পুরো ঘটনাটাই ছড়িয়ে দেওয়া হবে সমাজমাধ্যমে। ভয়াবহ এই ঘটনার স্বাক্ষী হল রাজস্থানের সিকার। নির্যাতিত যুবকের অভিযোগ, জাত তুলে প্রচণ্ড গালিগালাজ করা হয় তাঁকে। কাঁচের বোতল দিয়ে মেরে পোষাক খুলতে বাধ্য করা হয় তাঁকে। গত ৮ এপ্রিলের ঘটনা। জানাজানি হয় ১৬ এপ্রিল। এফআইআর দায়ের করা হলেও এখনও পর্যন্ত কাউকেই গ্রেফতার করেনি রাজস্থানের গেরুয়া পুলিশ।

Latest article