তালিকার দিকে তাকিয়ে চাকরিহারারা

শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছিলেন, একুশে এপ্রিল এসএসসি যোগ্য ও অযোগ্যের তালিকা প্রকাশ করবে তবে অবশ্যই আইনি পরামর্শ মেনে।

Must read

প্রতিবেদন: শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছিলেন, একুশে এপ্রিল এসএসসি যোগ্য ও অযোগ্যের তালিকা প্রকাশ করবে তবে অবশ্যই আইনি পরামর্শ মেনে। সেই মতোই আজ, সোমবার দেখার আইনি পরামর্শ মেনে এসএসসি কীভাবে যোগ্য-অযোগ্যের তালিকা প্রকাশ করে। এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার জানিয়েছেন, আইনি পরামর্শ মোতাবেক যোগ্য এবং অযোগ্যদের তালিকা প্রকাশ করা হবে সোমবারের মধ্যে। এরপর এই প্রশ্ন উঠতে শুরু করেছিল, এক সঙ্গে ২৫ হাজার ৭৫২ জন যোগ্য- অযোগ্যের তালিকা আলাদা করে প্রকাশ করতে গেলে হয়তো ওয়েবসাইট হ্যাং করে যেতে পারে। সেক্ষেত্রে ধাপে ধাপে তালিকা প্রকাশ করা হবে নাকি একসঙ্গে প্রকাশ করা হবে সেই বিষয়েও অবশ্যই আইনি পরামর্শের উপরেই নির্ভর করছে এসএসসি।

আরও পড়ুন-সুপ্রিম কোর্টে স্বীকারোক্তি পাক সরকারের, আবেদনের সুযোগ দেওয়া হয়নি কুলভূষণকে

চেয়ারম্যান বারবার জানিয়েছেন যেভাবে আইনি ছাড়পত্র মিলবে ঠিক সেই নির্দেশ মেনেই তালিকা প্রকাশ করা হবে। যেহেতু এসএসসি কাছে আজকের গোটা দিন সময় রয়েছে তাই সন্ধ্যার মধ্যে তালিকা প্রকাশ করা হবে বলে আশাবাদী তারাও। এদিকে আজ বঞ্চিত চাকরিহারা শিক্ষকরা নবান্ন অভিযানের ডাক দিয়েছিলেন। কিন্তু মুখ্যমন্ত্রীর উপর ভরসা রেখে সেই অভিযান তাঁরা বাতিল করেছেন। তাই আজ এসএসসির তালিকা প্রকাশের দিকে তাকিয়ে চাকরিহারা শিক্ষকরা।

Latest article