ঝাড়খণ্ডে (Jharkhand) নিরাপত্তারক্ষী বাহিনীর গুলিতে নিহত মাওবাদী। প্রশাসন সূত্রে খবর আজ, সোমবার ঝাড়খণ্ডের বোকারোতে আট জন মাওবাদী নিরাপত্তাবাহিনীর হাতে নিহত হয়েছেন। তাঁদের মধ্যে এক মাওবাদী নেতার মাথার দাম ছিল এক কোটি টাকা। তবে এবারের গুলির লড়াইয়ে নিরাপত্তাবাহিনীর জওয়ানেরা কেউ হতাহত হননি। সোমবার সকালে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ)-এর জঙ্গল ওয়ারফেয়ার ইউনিট, কম্যান্ডো ব্যাটেলিয়ন ফর রেজোলিউশন অ্যাকশন (কোবরা) এবং ঝাড়খণ্ড পুলিশ বোকারোর জঙ্গলে যৌথ অভিযান চালিয়েছিল। ভোর সাড়ে ৫টা নাগাদ লুগু পাহাড়ে গুলির লড়াই শুরু হয় আর সেখানেই নিহত হয়েছেন আট জন। ঘটনাস্থল থেকে একটি স্বয়ংক্রিয় রাইফেল, একটি একে সিরিজের রাইফেল, কিছু ইনফ্যানট্রি অস্ত্রশস্ত্র, একটি পিস্তল, আটটি দেশি বন্দুক উদ্ধার করা হয়েছে।
আরও পড়ুন-ক্রীড়ামন্ত্রীকে ট্রফি দেবে ডায়মন্ড হারবারআবেগে বরণ চ্যাম্পিয়নদের
এপ্রিল মাসের শুরুতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মাওবাদীদের অস্ত্র ত্যাগ করার কথা বলেন। ছত্তীসগঢ়ের গ্রামগুলির উন্নয়নের জন্য এক কোটি টাকা ঘোষণা করেছিলেন। মাওবাদীরা আত্মসমর্পণ করলে সরকার তাঁদের নিরাপত্তার দায়িত্ব নেবে বলা হয়। কিছুদিন আগে ছত্তীসগঢ়ের বস্তারে মাওবাদীদের তরফে শান্তি আলোচনার প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু তারপরে ছত্তীসগঢ়ে বাহিনীর গুলিতে নিহত হন দুই মাওবাদী।