রাজ্যপাল সিভি আনন্দ বোস অসুস্থ। হার্টে ব্লকেজ নিয়ে ভর্তি কম্যান্ড হাসপাতালে। খবর পাওয়া মাত্রই দ্রুত সেখানে পৌঁছন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। রাজ্যপালের হার্টে ব্লকেজ ধরা পড়েছে। বাইপাস সার্জারি হওয়ার সম্ভাবনা রয়েছে। সোমবার শালবনি যাওয়ার আগে সকালেই মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee) রাজ্যপালের সঙ্গে হাসপাতালে দেখা করেন এবং মুখ্য সচিবকে নির্দেশ দেন প্রয়োজনীয় সব ব্যবস্থাপনার দিকে নজর রাখতে। শারীরিক অবস্থার গুরুত্ব বুঝে কম্যান্ড হাসপাতাল থেকে অ্যাপোলোতে স্থানান্তরিত করা হবে রাজ্যপালকে।