খড়গপুর আইআইটিতে পড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধার

Must read

খড়গপুর আইআইটিতে (IIT Kharagpur) চতুর্থ বর্ষের পড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত ছাত্র মহারাষ্ট্রের বাসিন্দা, নাম অনিকেত ওয়ালকর (২২)। তিনি ওশন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড নোভাল আর্কিটেকচার বিভাগের ছাত্র ছিলেন। রবিবার রাতে সহপাঠীদের ডাকাডাকিতে সাড়া না মেলায় নিরাপত্তারক্ষীরা আইআইটির জগদীশচন্দ্র বোস হস্টেলের দরজা ভেঙে রুমে ঢুকতেই ঝুলন্ত দেহ উদ্ধার হয়। আত্মহত্যা বলেই প্রাথমিক অনুমান পুলিশের। শুরু হয়েছে তদন্ত।

আরও পড়ুন-অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রাজ্যপাল, দেখতে গেলেন মুখ্যমন্ত্রী

মহারাষ্ট্রের গোন্ডিয়া জেলার বাসিন্দা অনিকেত থাকতেন আইআইটি খড়গপুরের জগদীশচন্দ্র বসু হলে। তাঁর রুম নম্বর ছিল সি-২১৪। সূত্রের খবর, রবিবার রাতে হস্টেলে নিজের ঘরেই ছিলেন মহারাষ্ট্রের ওই ছাত্র। সহপাঠীরা ডাকাডাকি করলেও সাড়া না-মেলায় খবর যায় নিরাপত্তারক্ষীদের কাছে। তাঁরা দরজা খুলে গলায় দড়ি দেওয়া অবস্থায় ঝুলন্ত অনিকেতকে দেখে পুলিশে খবর দেন। আত্মহত্যা নাকি অন্য কোনও রহস্য, ছাত্র মৃত্যুর তদন্তে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে খড়গপুর টাউন থানার পুলিশ।

Latest article