রাজ্যে আরও বড় বড় শিল্প আসবে! শালবনিতে তাপবিদ্যুৎকেন্দ্রের শিলান্যাসে বিরোধীদের তোপ দেবের

Must read

শালবনিতে জিন্দাল গোষ্ঠীর ১৬০০ মেগাওয়াট তাপবিদ্যুৎ প্রকল্পের শিল্যানাস অনুষ্ঠানে ঘাটালের সাংসদ দেব (MP Dev) তোপ দেগেছেন বিরোধীদের। দেব বলেন, “যাঁরা বলেন, বাংলার উন্নতি হচ্ছে না, তাঁরা এসে দেখা যান, কী ভাবে বাংলার উন্নতিতে কাজ করে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমি খুবই খুশি যে, এই প্রকল্প শালবনিতে হল। এ রাজ্যে আরও বড় বড় শিল্প আসবে।”

আরও পড়ুন- জয় বাংলা: শালবনি-সহ রাজ্যের উন্নয়নে মুখ্যমন্ত্রীর ঢালাও প্রশংসা জিন্দালের

শালবনিতে তাপবিদ্যুৎকেন্দ্রের শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সজ্জন জিন্দল। শিলান্যাস হল ২০০০ একরের শিল্প পার্কেরও। তাপবিদ্যুৎকেন্দ্রের ঘোষণায় নতুন করে আশার আলো দেখতে শুরু করেছেন শালবনি এবং পার্শ্ববর্তী প্রায় ৩০টি গ্রামের মানুষ, যাঁরা এক সময় জমি দিয়েছিলেন বড় কারখানার আশায়। চলতি বছরের ফেব্রুয়ারিতে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের (বিজিবিএস) মঞ্চে তাপবিদ্যুৎ প্রকল্পের কথা ঘোষণা করেছিলেন জিন্দল। দেব (MP Dev) ছাড়াও এই প্রকল্পের শিলান্যাসের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মেদিনীপুরের সাংসদ জুন মালিয়া, সৌরভ গঙ্গোপাধ্যায়-সহ অনেকেই।

Latest article